PHOTOS

Mamata Banerjee : '...টার্গেট করা হতে পারে,' লোকসভা ভোট নিয়ে কড়া বার্তা মমতার!

Mamata Banerjee: জেলার ২ আসনে বিশেষ নজর তৃণমূল নেত্রী। সেই ২ আসন নিয়ে দিলেন আলাদা করে নির্দেশও।

Advertisement
1/5
মমতার কড়া নির্দেশ!
মমতার কড়া নির্দেশ!

সুতপা সেন: লোকসভা ভোটের আগে জেলা ভিত্তিক স্ট্র্যাটেজি তৈরিতে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন বার্তা দিলেন পশ্চিম বর্ধমান জেলার নেতাদের।

 

2/5
মমতার কড়া নির্দেশ!
মমতার কড়া নির্দেশ!

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ২০২২ সালে আসানসোল লোকসভা উপনির্বাচনে যেভাবে নরেন চক্রবর্তী টার্গেট হয়েছিল। এবারও তেমন করতে পারে। সেদিকে নজর রাখতে হবে।

 

3/5
মমতার কড়া নির্দেশ!
মমতার কড়া নির্দেশ!

আরও বলেন, আসানসোল দক্ষিণ আর কুলটি মাইনাস আসন। আসানসোল দক্ষিণ আসনে প্রদীপ মজুমদারকে বিশেষ নজরদারি চালাতে হবে। ওদিকে কুলটিতে বিধান উপাধ্যায়কে বিশেষ করে নজর দিতে হবে।

 

4/5
মমতার কড়া নির্দেশ!
মমতার কড়া নির্দেশ!

পাশাপাশি, জেলার সব বিধানসভা আসন এখন থেকেই চষে ফেলতে হবে। নির্দেশ দেন তৃণমূল নেত্রী। বলেন, সবাইকে একসঙ্গে সক্রিয় হয়ে নামতে হবে।

 

5/5
মমতার কড়া নির্দেশ!
মমতার কড়া নির্দেশ!

প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে নারী উন্নয়নকে হাতিয়ার করে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আর সেই কর্মসূতিতে শহরের রাজপথে পা মেলাতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। 





Read More