Mamata Banerjee on 21 July: প্রায় প্রতিবছরে একুশে জুলাই-এর অনুষ্ঠানের সময় বৃষ্টি হয়। এবছর পাল্টে গেল সেই ছবি। আর বৃষ্টি না হওয়ার কি ইঙ্গিত সেটা নিজের মত করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২১ জুলাই আর বৃষ্টি যেন একে অপরের দোসর। প্রায় প্রত্যেক বছরই এদিন বৃষ্টি হতে দেখা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বৃষ্টি হচ্ছে শুভ। কিন্তু এবারে সেই ছবি একেবারেই গেল পালটে। বৃষ্টি হল না একুশের মঞ্চে।
আর বৃষ্টি না হওয়ার কি ইঙ্গিত সেটা নিজের মত করে বক্তব্য চলাকালীন ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমো বলেন, 'এবার বৃষ্টি হল না কারণ, সূর্যদেব বলছেন চোখ দিয়ে জল নয়, আগুন বেরোবে।'
ছাব্বিশের আগে এই বছরের ২১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য।
এদিনের মঞ্চ থেকে আগামীর কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৬ জুলাই থেকে প্রতি শনি, রবিবার বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ, অত্যাচার নিয়ে মিটিং মিছিল ও ধর্না করার ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।
এছাড়াও ২৭ জুলাই নানুর দিবস। ওই দিন থেকে টানা ইলেকশন পর্যন্ত এটা চলবে। ওইদিন থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না, বাঙালিদের উপর অত্যাচার মানছি না, মানব না।