PHOTOS

Cyclone Dana Update | Mamata Banerjee: ঝাপটাচ্ছে 'ডানা', বিপর্যয় মোকাবিলায় সারারাত জাগবেন মমতা...

Mamata Banerjee: রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন তিনি।

Advertisement
1/6
রাতভর জাগবেন মমতা!
রাতভর জাগবেন মমতা!

শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়:  ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। আয়লা-আমফানের দগদগে ঘা-এর স্মৃতি মনে করে আতঙ্কে প্রমাদ গুনছে রাজ্যবাসী।

2/6
রাতভর জাগবেন মমতা!
রাতভর জাগবেন মমতা!

এই পরস্থিতি নবান্নে জরুরি সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বললেন, 'এদিকেও এফেক্ট হবে। কিন্তু প্যানিক করা নয়। কিন্তু সতর্ক থাকুন।'

3/6
রাতভর জাগবেন মমতা!
রাতভর জাগবেন মমতা!

মমতা জানান, আজ রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন তিনি। বিপর্যয় মোকাবিলায় সারারাত জাগবেন। কড়া নজর রাখবেন পরিস্থিতির উপর।

4/6
রাতভর জাগবেন মমতা!
রাতভর জাগবেন মমতা!

মমতার নির্দেশ, '৭ জন ল্যান্ডফলের পর সব ঠিক না হওয়া পর্যন্ত অফিস ছাড়বেন না।' আজ রাতে সকল প্রশাসনিক আধিকারিককে নিজের জেলায় ব্লকে নজর রাখতে বলেন তিনি।

5/6
রাতভর জাগবেন মমতা!
রাতভর জাগবেন মমতা!

মমতা জানান, ৩ লাখ ৫৬ হাজার ৯৪১ জনকে সরানোর জন্য চিহ্নিত করা হয়েছে। ১ লাখ ৫৯ হাজার ৮৩৭ জন ইতিমধ্যেই ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

6/6
রাতভর জাগবেন মমতা!
রাতভর জাগবেন মমতা!

মোট ৮৫১টি ক্যাম্প তৈরি করা হয়েছে। নবান্নের হেল্পলাইন নাম্বার- ০৩৩ ২২১৪-৩৫২৬।





Read More