Mamta Kulkarni Mahamandaleshwar: ক্রমবর্ধমান বিতর্কের জেরে মাত্র ৭ দিনের মধ্যেই মমতা কুলকার্নির নতুন তকমা ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকী মমতা কুলকার্নির মহামণ্ডলেশ্বর হওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন বাগেশ্বর ধামও। এবার মুখ খুললেন মমতা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মগুরু সাজতে ১০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন মমতা কুলকার্নি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছিল বাগেশ্বর বাবা। এমনকি ‘মহামণ্ডলেশ্বর’ পদও দেওয়া হয় তাঁকে। ক্রমবর্ধমান বিতর্কের জেরে মাত্র ৭ দিনের মধ্যেই মমতা কুলকার্নির এই তকমা ছিনিয়ে নেওয়া হয়েছে।
এরপরই মুখ খুললেন মমতা। এই প্রশ্নের জবাবে মমতা বলেন, “১০ কোটি টাকা তো দূর। আমার কাছে এক কোটি টাকাও নেই। আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি কেবল দু’লক্ষ টাকা ধার করে আমার গুরুকে দক্ষিণা দিয়েছি।”
তিনি আরও বলেন, 'আমার তিনটি অ্যাপার্টমেন্টের অবস্থাও অত্যন্ত খারাপ। তা ঠিক করার জায়গাতেও নেই কারণ ২৩ বছর ধরে বন্ধ পড়ে আছে। আমার আর্থিক দুর্দশার কথা বলে বোঝাতে পারব না।'
কিছুদিন আগে মহাকুম্ভে মমতা কুলকার্নি মহামন্ডলেশ্বর উপাধি পাওয়ায় সমালোচনার ঝড় ওঠে। আর তার জেরেই কেড়ে নেওয়া হল মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর উপাধি।
‘কিন্নর আখড়া’ নামক একটি সংগঠনে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এদিকে তাঁর সন্ন্যাসিনী হওয়ার কথা প্রচার হতেই একের পর এক অভিযোগ ওঠে। বিতর্কের মুখে আখড়া থেকে বহিষ্কার করা হয় তাঁকে।
মহামণ্ডলেশ্বর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে অভিনেত্রী রজত শর্মার শো ‘আপ কি আদালত’-এ অংশগ্রহণ করেছিলেন। ওই শোয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের স্পষ্ট জবাব দিয়েছেন। এমনকী বিরোধীদের উপর সরাসরি তোপ দেগেছেন।