Maha Kumbh 2025 | Mamta Kulkarni: কিছুদিন আগে মহাকুম্ভে মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি দেওয়া হয়। আর তারপরই সমালোচনার ঝড় ওঠে। আর তার জেরে কেড়েও নেওয়া হয় মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর উপাধি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকাল ও মহাকালীকে তাঁর ভয় পাওয়া উচিত। বাবা রামদেবকে হুঁশিয়ারি দিলেন নব্বইয়ের দশের বিতর্কিত অভিনেত্রী মমতা কুলকার্নি।
তাঁর আধ্যাত্মিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাবা রামদেব। মহামণ্ডলেশ্বর পদে মমতা কুলকার্নির অভিষেক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রামদেবের কথায়, একদিনে কেউ সন্ন্যাসী হতে পারে না। এর জন্য বছরের পর বছর কঠিন ধৈর্য প্রয়োজন। কিন্তু আজকাল দেখছি যাকেতাকে মহামণ্ডলেশ্বর উপাধি দিয়ে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়।'
রামদেবের এই সমালোচনা-কটাক্ষের জবাবেই কুলকার্নির পালটা হুঁশিয়ারি, "বাবা রামদেবের উচিত মহাকাল ও মহাকালীকে ভয় পাওয়া।"
শুধু রামদেব নয়। প্রাক্তন বলিউড অভিনেত্রীর নিশানায় বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীও। বাগেশ্বর ধাম কটাক্ষ করেছিলেন, "মহামণ্ডলেশ্বর উপাধি তাঁদেরই দেওয়া উচিত, যাঁরা সত্যিকারের একজন সাধু বা সন্তের প্রতিভূ।"
বাগেশ্বর ধামকে মমতা কুলকার্নির জবাব, "ওর গুরুকে জিজ্ঞাসা করে আসুক, আমি কে। ওর বয়স যত, তত বছর ধরে আমি ধ্যান করে আসছি।"