Uttarpara Crime News: উত্তরপাড়ায় একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তিনজন উদ্ধার। তাদের মধ্যে চার বছরের এক শিশু ও মহিলা মৃত অবস্থায় ঘরে পরে থাকতে দেখা যায়। গৃহকর্তা কাশীনাথ চট্টোপাধ্যায় গুরুতর আহত অবস্থায় উত্তর পাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। তাকে মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।
বিধান সরকার: স্ত্রী-মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! চাঞ্চল্য উত্তরপাড়ায়। হিন্দ মোটর ভদ্রকালী এলাকার একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।
তাদের মধ্যে চার বছরের এক শিশু ও মহিলা মৃত অবস্থায় ঘরে পরে থাকতে দেখা যায়।
গৃহকর্তা কাশীনাথ চট্টোপাধ্যায়কে গুরুতর আহত অবস্থায় উত্তর পাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। তাকে মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হচ্ছে।
স্ত্রী পায়েল চট্টোপাধ্যায়(২৫) ও মেয়ে অদ্রিতা চট্টোপাধ্যায়(৪)মৃত অবস্থায় উত্তরপাড়া থানার পুলিস উদ্ধার করেছে। ঘটনাটি উত্তরপাড়ার ভদ্রকালী এলাকার।
ধারালো ছুড়ি দিয়ে গলা এবং শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। তদন্তে নেমেছে চন্দননগর কমিশনারেটের পুলিস।
পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা বলে অনুমান।
কাশিনাথ একটি কারখানায় কাজ করেন। আজ ভোরে নিজের ঘরে ফল কাটার ছুরি দিয়ে নিজের চার বছরের মেয়ে ও স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বলে সন্দেহ পুলিসের।