Ice Cream: আরাম করে আইসক্রিম খাচ্ছেন! খাওয়ার আগে সাবধান! এবার আইসক্রিমে জমাট বেঁধে রয়েছে আস্ত সাপ। ভাইরাল ছবিতে তুমুল হইচই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসক্রিমে জমাট আস্ত সাপ! প্যাকেট ছেঁড়ার পর রীতিমত আঁতকে ওঠেন ব্যক্তি।
জানা গিয়েছে, থাইল্যান্ডের রাস্তায় এক বিক্রেতা থেকে আইসক্রিম কেনেন তিনি। খাওয়ার আগেই চক্ষু চড়কগাছ। দেখেন আইসক্রিম বারে আটকে রয়েছে আস্ত সাপ।
আইসক্রিমের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পোস্টটি দেখে হতবাক হয়ে পড়ে।
রায়বান নাকলেংবুন নামে ওই ব্যক্তি থাইল্যান্ডের মুয়াং রাতচাবুরির পাক থো থেকে আইসক্রিম কেনেন। ছবিতে কালো-হলুদ সাপের মাথাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যা জমাট বেঁধে আইসক্রিমের মাথার উপর দিয়ে উঁকি মারছে বলে মনে হচ্ছে।
রায়বান পোস্টটি শেয়ারের সঙ্গে ক্যাপশনে লেখেন, 'কত বড় চোখ! এটা কি এখনও বেঁচে আছে? কালো বিন, রাস্তার বিক্রেতা, এটা আসল ছবি কারণ আমি নিজেই এটি কিনেছি।'
'কালো বিন' বলতে তিনি বোঝাতে চেয়েছেন, এটি এক ধরণের আইসক্রিম যা থাইল্যান্ডের রাস্তায় এই নামে বিক্রি হয়।