PHOTOS

Snake in AC: বহুদিন পর এবার AC চলবে? আগে ঢাকনা খুলে দেখে নিন, কারণ...

অনেক দিন ধরে বন্ধ এসি। গরমে এসি চালানোর আগে এবার দু'বার ভাববেন। সাম্প্রতিক এই ঘটনা জানলে চোখ কপালে উঠবে।

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের সময় দীর্ঘদিনের জন্য বন্ধ এসি। গরম পড়তে না পড়তেই অনেক বাড়িতেই এসি চালানো শুরু হয়েছে। কিন্তু এসি চালানোর আগে এবার সাবধান! এই ঘটনা জানার পর এবার থেকে দু'বার ভাববেন এসি চালানোর আগে।

2/6

বিশাখাপত্তনম জেলার পেন্ডুরথিতে একটি ভয়ংকর ঘটনা প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এসির ভিতর থেকে বেরোচ্ছে সাপ। 

3/6

ঘটনাটি ঘটেছে সত্যনারায়ণ নামে এক ব্যক্তির বাড়িতে। জানা গিয়েছে, অনেক দিন ধরে তিনি এসি ব্যবহার করেননি। অবশেষে গরম পড়তে যখন তিনি এসি চালু করেন, তখন তিনি দেখতে পান একটি সাপ এবং তারা বাচ্চা এসি থেকে উঁকি মারছে।

4/6

তৎক্ষণাৎ তিনি একজন সাপ ধরার লোককে খবর দেন। তারপর সেই লোক এসি থেকে সাপ ও তার বাচ্চাদের বের করে আনেন।

5/6

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়।

6/6

এসির ভিতর সাপ বাসা বেঁধে বাচ্চারও জন্ম দেয়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।





Read More