Metro Suicide: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ঝাঁপ দেওয়ায় যুবকের দেহ আটকে যায় দুই বগির মাঝে। উদ্ধার করতে প্রায় ১ ঘণ্টা লাগল।
অয়ন ঘোষাল: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ঘটনা।
জানা গিয়েছে, মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার পর তিনটি বগি চলে যায় যুবকের ওপর দিয়ে।
দ্বিতীয় এবং তৃতীয় বগির মাঝামাঝি আটকে পড়ে যুবক। জানা গিয়েছে, যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।
দুটি বগির মাঝের যে জায়গা অর্থাত্ ভেস্টিভিউলে আটকে পড়ে যুবকের দেহ। যার ফলে দেহ উদ্ধার করতে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। লাইন থেকে প্ল্যাটফর্মে দেহ আনতে প্রায় ১ঘণ্টা সময় লাগে।
ঘটনার জেরে চাঁদনী চক, এস প্ল্যানেড এবং পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ।
তবে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলছে। এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। ৮.৫৫ থেকে স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে, জানিয়েছেন মেট্রো জনসংযোগ আধিকারিক।