PHOTOS

Kolkata: স্বামীর অফিসে এসে মারাত্মক অভিযোগ করলেন স্ত্রী, ভয়ংকর কাণ্ড ঘটালেন যুবক

Advertisement
1/5

গায়ে আগুন দেওয়াকে কেন্দ্র করে তোলপাড়া পার্ক স্ট্রিটের একটি অফিস। কাজের জায়গায় এসে হাজির স্ত্রী। খুঁচিয়ে তুললেন মারাত্মক অভিযোগ। তারই পরিণতিতে আত্মহত্যার চেষ্টা করলেন ওই যুবক।

-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

2/5

সোমবার বেলা সাড়ে বারোটা। জওহরলাল নেহরু রোডে জীবনদ্বীপ বিল্ডিংয়ের পাশে কনক বিল্ডিংয়ের তিন তলা। একটি মেকআপ ট্রেনিং সেন্টারে কর্মরত এক যুবকের খোঁজে রিসেপশনে এসে পৌঁছলেন তাঁর স্ত্রী।

-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

3/5

স্বামী রিসেপশনে আসতেই তুমুল বিবাদ। ইস্যু বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাদ বাড়তে বাড়তে অফিস চৌহদ্দি ছাড়িয়ে এসে পৌঁছয় অফিসের সামনের সিঁড়ির ল্যান্ডিংয়ে।

-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/5

ঝাগড়ঝাঁটির মধ্যেই অফিসে ঢুকে যান ওই যুবক। দ্রুত বেরিয়ে আসেন একটি কেরোসিনের বোতল হাতে। কেউ কিছু বুঝে যাওয়ার আগেই গায়ে কেরোসিন ঢেলে সঙ্গে থাকা লাইটার দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন। তার আর্ত চিত্কারে সবাই থতমত খেয়ে যান। খবর যায় দমকেল। ছুটে আসে ময়দান থানার পুলিস।

-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

5/5

দগ্ধ যুবককে পুলিস দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই অফিস বন্ধ করে এলাকা ছাড়েন কর্মীরা। এনিয় আসপাশের অফিসের কর্মীরাও কোনও মুখ খুলতে চাননি।

-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল





Read More