PHOTOS

Crocodile Attack: হিংস্র কুমিরকে মূর্তি ভেবে সেলফি! শেষমেশ ৫০ সেলাই নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক...

Selfie with Crocodile: ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তীব্র আলোড়ন তুলেছে। অনেকেই পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। আবার অনেকেই আহত ব্যক্তির অ্যাডভেঞ্চার মনোভাবকে তীব্র নিন্দা জানিয়েছে।

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পার্কে ঘুরতে যাওয়া চোখের পলকে হয়ে উঠল দুঃস্বপ্নে। সেখানে গিয়ে জ্যান্ত কুমিরকে মূর্তি ভেবে চরম বিপাকে পড়লেন এক যুবক।

2/6

কুমিররা সাধারণত জলে স্থির অবস্থায় থাকে। দূর থেকে দেখে হবে সে যেন এক মূর্তি। এই ভুল ভেবেই এক ভ্রমণার্থী জ্যান্ত কুমিরের সঙ্গে সেলফি তুলে যায়। আর ব্যাস, চোখের পলকেই উত্তেজনা পালটে গেল ভয়ংকর অভিজ্ঞতায়।

3/6

২৯ বছরের ওই ব্যক্তি মূর্তি ভেবে কুমিরের সঙ্গে সেলফি তোলার জন্য একেবারে জলে নেমে পড়েন। আচমকাই ১৫ ফুটের কুমিরটি তাঁকে আক্রমণ করে। ব্যক্তিকে নিজের শিকার ভেবে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তারপরই শুরু হয় মানুষ-কুমিরের হাড্ডাহাড্ডি লড়াই। ঘটনাটি ঘটে, ফিলিপাইনের কাবুগ ম্যানগ্রোভ পার্কে।

4/6

কুমিরটি ব্যক্তিকে এমনভাবে আঁকড়ে ধরে যে, তার নড়াচড়া করার কোনও সুযোগ ছিল না। প্রায় ৩০ মিনিট ধরে তাদের এই লড়াই চলে। শেষ মুহূর্তে পার্কের কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পৌঁছায়। 

5/6

তারা এসে দেখে যে, কুমিরের চোয়ালে ব্যক্তিটির দেহ আটকে আছে। কর্তৃপক্ষ যেভাবে হোক তাকে উদ্ধার করে। ব্যক্তিটি গুরুতর আহত হয়, এবং আহত স্থান থেকে অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে।

6/6

তত্‍ক্ষণাত্‍ তাকে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সকেরা দ্রুত আঘাতের চিকিত্‍সা করেন। ব্যক্তির শরীরে প্রায় ৫০টিরও বেশি সেলাই করা হয় বলে জানা গিয়েছে।

 





Read More