PHOTOS

Delhi Stampede Death: মহাকুম্ভে যাওয়ার চেষ্টাই হল কাল! দিল্লিতে মাথায় পেরেক গেঁথে মৃত্যু ৭ বছরের কন্যার...

Delhi Railway Station Stampede Updates: চোখের নিমেষেই সব শেষ। পদপিষ্ট হয়ে না মাথায় পেরেক গেঁথে মৃত্যু। 

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভের বিপর্যয় যেন কাটতেই চাইছে না। অগ্নিকাণ্ড থেকে পদপিষ্টের ঘটনা। একেরপর এক কিছু না কিছু ঘটেই চলেছে। 

2/7
বিপর্যয়
বিপর্যয়

সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই নয়া দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনা। 

3/7
১৮ জনের মৃত্যু
১৮ জনের মৃত্যু

এখনও পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যুর খবর জানা গেছে।  এর মধ্যে শিশু ও জন মহিলাও আছেন। আহত অনেকেই। পাশাপাশি গুরুতর অনেকেই। 

4/7
প্রাণ হারানোর তালিকায়
প্রাণ হারানোর তালিকায়

 সেই ঘটনায় প্রাণ হারানোর তালিকায় রয়েছে এক সাত বছরের শিশু কন্যাও। মাথায় পেরেক গেঁথে মৃত্যু হয় তাঁর। 

5/7
মৃত কন্যার বাবা
মৃত কন্যার বাবা

মৃত কন্যার বাবা ওপিল সিং-এর সামনে আজও ভাসছে সেই দিনের ঘটনা। পরিবার-সহ মহাকুম্ভে যাচ্ছিলেন দিল্লির বাসিন্দা ওপিল। 

 

6/7
শনিবার রাতে
শনিবার রাতে

তিনি জানান, 'শনিবার রাতে ১৪ নম্বর স্টেশনে প্রচণ্ড ভিড় দেখে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ফেরার সময়ই ঘটে বিপত্তি। 

7/7
রেলিংয়ে ফেঁসে যায়
রেলিংয়ে ফেঁসে যায়

ভিড়ের মধ্যেই লোহার রেলিংয়ে ফেঁসে যায় ছোট্ট মেয়ের মাথা। ভিড়ের ধাক্কাধাক্কির মধ্যেই, মাথায় পেরেক গেঁথে গিয়েছিল ওঁর। ঘটনার আধঘণ্টার মধ্যেই ছোট্ট কন্যাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে কিন্তু গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর। মৃতদের পরিবারকে মাথাপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, গুরুতর জখমদের ২.৫ লক্ষ এবং অপেক্ষাকৃত কম আহতদের এক লক্ষ টাকা অর্থসাহায্য ঘোষণা রেল মন্ত্রকের।





Read More