PHOTOS

Kali Puja 2024: 'বিচার দিতে' হাতে উদ্যত খড়গ, সন্দীপ ঘোষের চুলের মুঠি ধরে মা কালী!

West Medinipur: পুজো উদ্যোক্তাদের কথায় আর জি করের এই আন্দোলন এখন রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আর সন্দীপ ঘোষের এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে, তাই এই ধরনের থিম করা হয়েছে।

Advertisement
1/6

চম্পক দত্ত: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চন্দ্রকোনা রোডে রেনেসাঁস পুজো কমিটির উদ্যোগে করা হয়েছে কালীপুজো। 

2/6

এই বছর তাদের থিম "জাস্টিস ফর আরজি কর"।

3/6

আর জি কর হাসপাতালের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ, প্রতিমার সঙ্গেই রয়েছে সন্দীপ ঘোষের মূর্তি। 

4/6

যা মা কালী সন্দীপ ঘোষের চুলের মুঠি ধরে রেখেছেন। পাশাপাশি রয়েছে ডাক্তার নার্সও। 

5/6

আরজি কর আন্দোলনের আবহে কালী পুজোয় এই ধরনের থিম অন্য মাত্রা পেয়েছে, দেখতেও আসছেন এলাকার মানুষজন। 

6/6

পুজো উদ্যোক্তাদের কথায় আর জি করের এই আন্দোলন এখন রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আর সন্দীপ ঘোষের এর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে, তাই এই ধরনের থিম করা হয়েছে।





Read More