PHOTOS

স্নানঘরেই শরীরচর্চা, ভাইরাল Mandira Bedi-র ভিডিয়ো

Advertisement
1/6

অভিনয়, ফ্যাশন ডিজাইনিং থেকে সঞ্চালনা, সবক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। আবার, তিনি বহু ভারতীয়-র ফিটনেস গুরু বললেও ভুল হয় না। 

2/6

সম্প্রতি, স্নানঘরে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তুললেন মন্দিরা বেদী। মন্দিরার পোস্ট করা ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়েছে। 

3/6

ভিডিয়োটি পোস্ট করে মন্দিরার ক্যাপশান ''বাথটব, বিকিনি এবং ব্যগিং ওয়ার্কআউট! লঞ্জ কিকস, গ্লুট ব্রিজ, ট্রাইসপ ডাইপস এবং একটি শালীন ঘামযুক্ত ক্যালোরি বার্নের একটি চমৎকার মিশ্রণ !!''

4/6

মন্দিরা বেদীর পোস্ট করা এই ভিডিয়ো ঘিরে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ''মন্দিরা আগুন ধরিয়েছেন''। কেউ বলেছেন, ''আজ থেকে তিনিও এভাবে শরীরচর্চা শুরু করবেন।'' কেউ আবার তালি বাজিয়ে, লভ ইমোজি পোস্ট করে খান্ত হয়েছেন। 

5/6

মন্দিরা বেদীকে মাঝে মধ্যেই ওয়ার্কআউটের ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তবে এবার তিনি কিছুটা 'হটকে'। এক্কেবারে স্নানঘরেই বাথটাবের সাহায্য নিয়ে ওয়ার্কআউট করে চমকে দিয়েছেন মন্দিরা। 

6/6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে মন্দিরা ১৯৯৯ সালে পরিচালক রাজ কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের এক সন্তানও রয়েছে, নাম বীর। 





Read More