PHOTOS

Mangal Gochar: এপ্রিলেই খেলা শুরু মঙ্গলদেবের, চৈত্র নবরাত্রিতে সৌভাগ্যে তোলপাড় হবে ৩ রাশির জীবন, রয়েছে হুঁশিয়ারিও

Mangal Gochar: রাশি পরিবর্তনের ফলে বেশকিছু রাশির জাতকদের জীবনে বিশাল উন্নতি হবে

Advertisement
1/5
মঙ্গলদেব
মঙ্গলদেব

গ্রহদের সেনাপতি মঙ্গলদেব বর্তমানে রয়েছেন মিথুন রাশিতে। আগামী ২ এপ্রিল পর্যন্ত সেখানে থাকার পর ৩ এপ্রিল তিনি অবস্থায় পরিবর্তন করে যাবেন কর্কট রাশিতে। ওই রাশিতে তিনি থাকবেন ৬ জুন পর্যন্ত।

2/5
মঙ্গলের রাশি বদল
মঙ্গলের রাশি বদল

চৈত্র নবরাত্রির সময়ে শক্তির প্রতীক মঙ্গলদেবের রাশি পরিবর্তনের ফলে বেশকিছু রাশির জাতকদের জীবনে বিশাল উন্নতি হবে। আচমকাই তাদের সৌভাগ্য প্রবল গতি পাবে।

3/5
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মঙ্গলদেব কর্কট রাশিতে গমন করার সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন মকর রাশির জাতকরা। মঙ্গলদেব মকর রাশির জাতকদের উপরে বিশেষ কৃপাদৃষ্টি দেবেন। আগামী ২৯ মার্চ এই শনির রাশি বদলের কারণে মকর রাশির জাতকদের সাড়েসাতির মুক্তি হবে। মকর রাশির জাতকদের ব্যবসা, চাকরিতে অভানীয় উন্নতি হবে। পুরনো সমস্যা মিটে যাবে। আটকে থাকা কাজ হয়ে যাবে।

4/5
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

মঙ্গলদেব রাশি বদল করায় কন্যা রাশিক জাতকদের জীবন নতুন করে শুরু হবে বলা যায়। ব্বসায় উন্নতি হবে, চাকরির জায়গা সমস্যা মিটে যাবে। কাজ করার ক্ষমতা, আত্মবিশ্বাস বেড়ে যাবে। হঠাত্ অর্থপ্রাপ্তি হতে পারে। কারও কোনও ক্ষতি করার চেষ্টা করা যাবে না। রাগ সামলে চলতে হবে।

5/5
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

নাম-যশ বাড়বে। পরিশ্রমের মূল্য পাবেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায় উন্নতি হবে। ব্যবসা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার সুযোগ পাবেন। কোনও বিতর্ক থেকে মুক্তি পাবেন। সরকারি চাকরির যোগ রয়েছে। পদোন্নতি হবে। সামাজিক সম্মান বাড়বে।

 





Read More