Mango Festival: কী এই আম উৎসব? কোথায় হচ্ছে? কতদিন ধরে চলবে?
প্রদ্যুৎ দাস: আম উৎসব। বহু প্রজাতির আম এবং আমের তৈরি বিভিন্ন সুস্বাদু জিনিস নিয়ে জলপাইগুড়িতে মেলা।
ছোট থেকে বড় মানুষের ভিড়। ফলের রাজা আম নিয়ে এবার জলপাইগুড়ি শহরে আম উৎসবের আয়োজন করেছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ছাত্রীরা।
জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় কলেজের ভবনে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবে বিভিন্ন প্রজাতির আম নিয়ে প্রদর্শনী চলছে। পাশাপাশি আম নিয়ে সেমিনার।
একইসাথে আম থেকে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রয়ের জন্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলি তাঁদের সামগ্রী নিয়ে এসেছে।
মূলত আম ও তাঁর বিপণন সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ২ দিন ধরে চলবে এই উৎসব।