Market Rate of Vegetables-Fish-Fruits on Jamai Sasthi:এবার রবিবার জামাই ষষ্ঠী পড়েছে। ফলে সব শ্বশুর বাড়িতেই খাওয়া দাওয়া হবে হাউজ ফুল। বাঙালি শ্বশুর শাশুড়ি শনিবার বাজারে কেনাকাটার কাজ যতটা সম্ভব এগিয়ে রাখছেন। চড়েছে বাজার। চলুন একনজরে দেখে নেওয়া যাক কলকাতার বাজারে মাছ-ফলের দাম কত?
অয়ন ঘোষাল: বহু বছর বাদে এবার রবিবার জামাই ষষ্ঠী পড়েছে। ফলে সব শ্বশুর বাড়িতেই খাওয়া দাওয়া হবে হাউজ ফুল। তার জেরে বেড়েছে বাজার দর।
সকালে বাজারে এসে কি পাবো আর কি পাবো না সেই আতান্তরে না গিয়ে বাঙালি শ্বশুর শাশুড়ি শনিবার বাজারে কেনাকাটার কাজ যতটা সম্ভব এগিয়ে রাখছেন। চড়েছে বাজার।
শনিবার কলকাতার বাজারে গলদা চিংড়ির দাম ১১০০। অন্যদিকে সাইজ অনুয়ায়ী বাগদা চিংড়ির দাম ৮০০ থেকে ১০০০ বা ১৫০০ টাকা।
কলকাতার বাজারে সার্বিকভাবে ইলিশের দাম শুরু ১০০০ টাকা থেকে। ওজন অনুয়ায়ী সেই দাম ছাড়িয়েছে ১৬০০, ২০০০ টাকা পর্যন্ত।
তবে শুধু মাছই নয়, ফলাহারেও মোটা অঙ্কের টাকা গুনতে হবে।
জামাইষষ্ঠীর রীতি অনুযায়ী জামাইকে দিতে হয় পাঁচ রকমের ফল। তারমধ্যে অবশ্যই থাকবে আম-লিচু।
কলকাতায় শনিবার কোয়ালিটি অনুয়ায়ী হিমসাগর আমের দাম ৫০ থেকে ১০০ টাকা। ল্যাংড়া আম ৫০ থেকে ৭০।
অন্যদিকে লিচুর দাম ১২০ থেকে ১৫০ টাকা।