Wild Elephant: গাড়ির সামনে হঠাৎ বিশাল হাতি! পাহাড়ে ছড়িয়েছে চাঞ্চল্য, অল্পের রক্ষা পেলেন যাত্রীরা...
অরূপ বসাক: পাহাড়ি রাস্তায় গাড়ির সামনে বিশাল হাতি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।
কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পোখরেবুং যাওয়ার পথে ঘটে গেল এক রোমাঞ্চকর ঘটনা। পাহাড়ি রাস্তায় চলন্ত একটি যাত্রীবাহী ছোট গাড়ির সামনে হঠাৎ উদয় হয় বিশাল এক বন্য হাতি।
আতঙ্কে যাত্রীরা হাতজোড় করে প্রার্থনা শুরু করেন।
তবে সৌভাগ্যবশত হাতিটি গাড়ির গা ঘেঁষে শান্তভাবে পাশ কাটিয়ে চলে যায়। গাড়ির এক যাত্রী মোবাইলে পুরো দৃশ্য ধারণ করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বন দফতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
এই ঘটনায় প্রাণহানি না ঘটলেও আতঙ্ক ছিল তীব্র।