PHOTOS

The gold discovery: গুপ্তধনের সন্ধান! উঁচু ঝরনা আর মার্বেল পাথরের আড়ালেই ছড়িয়ে বিরাট সোনার খনি, যা পালটে দেবে ভবিষ্যত্‍...

The golden discovery in Madhya Pradesh: জিওলজিস্টদের চমকে দেওয়া খবর। মধ্যপ্রদেশের জব্বলপুরে খোঁজ মিলল বিরাট সোনার খনির। প্রায় ১০০ হেক্টর জমিতে এই সোনার খনি মিলেছে। মনে করা হচ্ছে এখানে কয়েক লক্ষ টন সোনা মাটির নিচে মজুত রয়েছে। 

 

Advertisement
1/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে যখন সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে। তখন ভারতে খোঁজ মিলল বিরাট সোনার খনির।

2/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

মধ্যপ্রদেশের জব্বলপুরে এই সোনার খনির হদিশ মিলেছে। বছরের পর বছর ধরে এই জব্বলপুর শহরটি লৌহ আকরিকের জন্যই বিখ্যাত ছিল। যা এই অঞ্চলের অর্থনীতি ও শিল্পের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।

3/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

তবে সম্প্রতি এই সোনার খনির আবিষ্কার জিওলজিস্ট ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার বাঁধ ভেঙে দিয়েছে। এই আবিষ্কার শুধু জব্বলপুরের জন্য নয়। গোটা  রাজ্যের জন্যই অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা খুলে দিতে পারে।

4/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

সিহোরা তহসিলের মহগাওঁ-কেওলারি এলাকায় এই খনিটি পাওয়া গিয়েছে। তবে সোনার পাশাপাশি এখানে অন্য়ান্য মূল্যবান ধাতুও রয়েছে। যেমন- লোহা ও ম্যাঙ্গানিজ।

5/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ১০০ হেক্টর জমিতে এই সোনার খনি মিলেছে। যার পরিমাণ লাখ লাখ টন হতে পারে। যদি এই তথ্য পুরোপুরি নিশ্চিত হয়, তবে জব্বলপুর ভারতের অন্যতম খনিজ-সমৃদ্ধ অঞ্চল হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে এই এলাকার অর্থনৈতিক ভবিষ্যৎ আমূল বদলে যেতে পারে।

6/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

এখানে বহুদিন ধরেই একটি দল কাজ করছিল। তারা বহুদিন ধরেই এখানকার মাটি পরীক্ষা করছিল। তবে এবার তাদের দেওয়া তথ্য সকলকে অবাক করে দিয়েছে। 

7/7
ভারতে বিরাট সোনার খনির হদিশ
ভারতে বিরাট সোনার খনির হদিশ

এটাই অবশ্য মধ্যপ্রদেশে প্রথম সোনা আবিষ্কার নয়। কয়েক বছর আগে পাশের কাটনি জেলাতেও সোনার মজুদ পাওয়া গিয়েছিল। তবে জব্বলপুরে এই নতুন আবিষ্কার রাজ্যের খনন ইতিহাসে একটি নতুন এবং সম্ভাবনাময় অধ্যায় সূচনা করেছে।





Read More