Local Train: সম্প্রতি লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধিতে পুরুষ যাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখান। এরপরই মহিলা ট্রেনে পুরুষদের ওঠার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল।
অয়ন ঘোষাল: মাতৃভূমি লোকাল আর শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত না রাখার সিদ্ধান্ত রেলের। সম্প্রতি লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধিতে পুরুষ যাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখান।
এবার মহিলা ট্রেনে পুরুষদের ওঠার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। শিয়ালদহ বিভাগ সম্প্রতি “মাতৃভূমি লোকাল” ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দেখা গেছে, এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই চলাচল করছে।
সাম্প্রতিক পরিকাঠামো উন্নয়নের ফলে শিয়ালদহ বিভাগ তার প্রায় ৯০০টি উপনগর পরিষেবাকে ৯ কোচ থেকে বাড়িয়ে ১২ কোচবিশিষ্ট EMU-তে রূপান্তর করেছে। এরপরই এই সামগ্রিক ধারণক্ষমতা বৃদ্ধির প্রেক্ষিতে দেখা গিয়েছে, “মাতৃভূমি লোকাল”-এর কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না।
শিয়ালদহ বিভাগ যাত্রীদের জন্য একটি নিরবচ্ছিন্ন, আরামদায়ক ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ — বিশেষত যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে। এই ভারসাম্য বজায় রাখতেই, “মাতৃভূমি লোকাল”-এর কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।