PHOTOS

Meerut Husband murder Update: বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান! পালায় বাড়ি থেকে, ডির্ভোস ফাইল করে সৌরভ...

Meerut Merchant Navy officer Saurabh Rajput Death News: 

Advertisement
1/6
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
Meerut murder case: বলিউডের নায়িকা হতে চেয়েছিল মুসকান! সেজন্য বাড়ি থেকে একবার পালিয়েও যায় সে। তখন থেকেই গন্ডগোলের শুরু। দাদার 'খুনি' বউদিকে নিয়ে চাঞ্চল্যকর দাবি সৌরভের ভাইয়ের।     
2/6
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!

একইসঙ্গে তাঁর আরও দাবি, ২০২১ সালে প্রথমবার স্ত্রী মুসকানের পরকীয়ার কথা জানতে পারেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। তখনই ডিভোর্সের মামলাও দায়ের করেছিলেন সৌরভ। পরে আবার তা মিটমাট করে নেন মুসকান। 

 

3/6
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!

২০১৬ সালে পরিবারের আপত্তি সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে এসে মুসকানকে ভালোবেসে বিয়ে করেন সৌরভ। ২০১৯-এ তাঁদের মেয়ে হয়। কিন্তু মেয়ের জন্মের পরই বাল্যবন্ধু সাহিল শুক্লার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে মুসকান। 

 

4/6
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!

অষ্টম শ্রেণী পর্যন্ত সাহিল শুক্লার সঙ্গে একইসঙ্গে পড়াশোনা করেছিল মুসকান। তারপর দীর্ঘদিন দুজনের কোনও যোগাযোগ ছিল না। মেয়ের জন্মের পর, কর্মসূত্রে সৌরভের অনুপস্থিতির সময়ে, ফের সাহিল শুক্লার সঙ্গে যোগাযোগ হয় মুসকানের। ঘনিষ্ঠতা বাড়ে। পরকীয়ায় জড়িয়ে পড়ে দুজনে। 

 

5/6
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!

যেকথা জানতে পেরে যান সৌরভও। আর তার ৪ বছর পরই স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হলেন তিনি। একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলে ২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে ছুটিতে বাড়িতে আসেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। 

 

6/6
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!
বলিউডের স্টার হতে চেয়েছিল মুসকান!

আর ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করে। তারপর সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান। 





Read More