PHOTOS

Meerut Husband murder Update: 'বুকে ৩ বার বসিয়ে দিলেই নতুন জীবন!' সৌরভের উপর চড়ে বসা মুসকানের হাতে ছুরি ধরিয়ে বলে সাহিল...

Meerut Huband Murder News: ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক কষে মুসকান। গুগলে সার্চ করে শেখে খুনের পদ্ধতি!

Advertisement
1/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
Meerut murder case:  অচেতন সৌরভ রাজপুতের বুকের উপর বসে মুসকান। খানিক ইতঃস্তত। দ্বিধাগ্রস্ত। প্রেমিক সাহিল শুক্লা তার হাতে ধরিয়ে দেয় ছুরি। সঙ্গে নির্দেশ দেয়, অচেতন সৌরভের বুকে ৩ বার সেই ছুরি বসিয়ে দিতে। একইসঙ্গে প্রতিশ্রুতি দেয়, এটুকু 'কাজ' করে ফেলতে পারলেই, তারপরই আছে একটা নতুন জীবন!       
2/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!

হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডের তদন্তে, ধৃতদের জেরায় মিলেছে এই ভয়ংকর তথ্য। তদন্তকারীরা জানাচ্ছেন, মুসকানের প্রেমিক সাহিলের একাধারে অদ্ভূত, ভয়ংকর ও নৃশংস মানসিকতার সুস্পষ্ট ছাপ রয়েছে তার ভাঙাচোরা অন্ধকার ঘরের মধ্যেই। ভাঙা দেওয়াল, চারদিকে 'শয়তান'-এর প্রতীকী ছবি, ছড়ানো-ছিটানো সিগারেটে বাক্স- সবকিছুর মধ্যে দিয়েই সাহিলের মাদকাসক্তির ছাপ স্পষ্ট। 

 

3/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!

ধৃত সাহিলের ঘরের জানলা ঢাকা দেওয়া একটা চাদর দিয়ে। আর দেওয়ালের সামনে রাখা একটা সোফা। সেই দেওয়ালে রয়েছে একটি গ্রাফিতি। যাতে লেখা, "তুমি আমাদের সঙ্গে যেতে পার না"। ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে মদের ফাঁকা বোতলও। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের মা রেনু দেবী দাবি করেছেন, তাঁর ছেলেকে খুনের পিছনে রয়েছে তান্ত্রিক যোগও। তন্ত্রসাধনা করত সাহিল! 

 

4/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!

একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলে লন্ডন থেকে ছুটিতে বাড়িতে এসেছিলে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। সেটাই তাঁর জীবনের চরম পরিণতি ডেকে আনে। ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করে। তারপর সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান। 

 

5/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!

প্রায় ৪ মাস ধরে, গত নভেম্বর থেকেই সৌরভকে খুনের ছক কষে মুসকান। এমনকি সৌরভকে খুনের জন্য প্রেমিক সাহিল শুক্লাকে রাজি করাতে প্রেমিকের 'মৃত মা' সেজে স্ন্যাপচ্যাটে তাকে নাগাড়ে মেসেজ পাঠাতে থাকে মুসকান। প্রেমিক সাহিলকে বোঝাতে থাকে যে, পুনর্জন্ম হয়েছে তার মায়ের! তার মা কবর থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলছেন! 

 

6/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!

পাশাপাশি, সৌরভ ছুটিতে বাড়ি আসার আগেই দোকানদারকে মুরগি কাটার কথা বলে, ২টি ছুরি কেনে। উদ্বেগ ও অনিদ্রায় ভোগার অছিলায় ডাক্তার দেখিয়ে কেনে ঘুমের ওষুধ। গুগলে সার্চ করে শেখে খুনের পদ্ধতি! সেইসঙ্গে খুনের পর স্বামীর দেহ লোপাট করতে ১১০০ টাকা দিয়ে ড্রাম কেনে মুসকান। সবমিলিয়ে 'পাকা খুনি' হয়ে ওঠে মুসকান!

 

7/7
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!
বুকে ৩ বার ছুরি বসিতে দিতে বলে সাহিল!

নিহত সৌরভের ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে হাড়হিম করা তথ্য। ময়নাতদন্তকারী মেডিক্যাল অফিসারের কথায়, ৩০ বছরের কর্মজীবনে কখনও এমন অবস্থায় কোনও মৃতদেহ তিনি দেখেননি! তিনি পাননি! মৃতদেহের চামড়া প্রায় উঠে আসছিল। নড়বড় করছে দাঁতও! নিহত সৌরভ রাজপুতের শরীরের চামড়াও ছিল পোড়া। 





Read More