Audio Message From Muskaan: ২০২১ সালে প্রথম মুসকানের পরকীয়ার কথা জানতে পারেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। তার পর থেকেই তিনি সতর্ক। চেয়েছেন মুসকানের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে। মুসকান চায়নি। পরে সৌরভ নিজেই শেষে হয়ে গেলেন।
একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলে ২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে ছুটিতে বাড়ি আসেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। আর ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা-- এই দু'জনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পরে দেহ টুকরো টুকরো করে তারা। তারপর সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দেয়।
আর তার পরই অবিশ্বাস্য! প্রেমিকের সঙ্গে দিব্যি মানালি বেড়াতে চলে যায় মুসকান।
একটি ক্যাব বুক করে তারা হিমাচলের কাসোলে যায়। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল নেয়। টানা এক সপ্তাহ কাটায় সেখানে।
পরে হোটেল অপারেটরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চমকে যান। আমান কুমার নামের ওই ভদ্রলোক বলেন, সাধারণত কাসোলে এসে লোকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। কিন্তু এঁরা একবারের জন্যও বেরোননি! শুধু তাই নয়, হোটেলের কারও সঙ্গে বিন্দুমাত্র কথাবার্তায় যাননি। কোনও হোটেলকর্মীকে ঘরে পাঠাতে নিষেধও করেন!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আর সেই ক্যাবচালক, যিনি দীর্ঘ সময় এদের কাছ থেকে দেখেছেন, তিনি কী বলছেন? আজব সিং নামের সেই চালক বলছেন, মুসকান-সাহিল ১৫ দিনের জন্য ৫৪ হাজার টাকায় ক্যাবটি বুক করে। দীর্ঘ যাত্রায় তারা পরস্পরের সঙ্গে একটি কথাও বলেনি। মহিলাটির (মুসকানের) ফোনে দুটি কল এসেছিল। সম্ভবত তার মা।
ক্যাবচালক আজব সিং প্রকাশ্যে আনছেন আরও এক অবিশ্বাস্য তথ্য। তাঁর হাতে আছে মুসকানের অডিয়ো ক্লিপ!
কী আছে সেই ক্লিপে? আজব জানাচ্ছেন, মুসকান সেই মেসেজে আজবকে একটি কেক কিনে আনার নির্দেশ দিচ্ছে। এবং বলছে যে, এর জন্য তাকে আজব সিং যেন ফোন না করেন। কেক পেয়ে গেলে তাকে শুধু একটা মেসেজ ছাড়লেই চলবে।