PHOTOS

Meerut Husband Murder Update: সৌরভ-'খুনে'র পরেই সঙ্গে সঙ্গে ক্যাব বুক! গোটা পথে সে-এক অবিশ্বাস্য কাণ্ড, ১৫ দিনের জন্য...

Meerut Husband Murder Update: মেয়ের জন্মের পরে, কর্মসূত্রে সৌরভের অনুপস্থিতির সময়ে, সাহিল শুক্লার সঙ্গে ফের যোগাযোগ মুসকানের। ঘনিষ্ঠতাও বাড়ে। ২০২১ সালে প্রথমবার স্ত্রী মুসকানের পরকীয়ার কথা জানতে পারেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। আর তার পর থেকেই...

Advertisement
1/6
মেয়ের জন্মদিনে এসে নিজের মৃত্যু!
মেয়ের জন্মদিনে এসে নিজের মৃত্যু!

একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলে ২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে ছুটিতে বাড়ি আসেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। আর ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা-- এই দু'জনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পরে দেহ টুকরো টুকরো করে তারা। তারপর সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দেয়।

2/6
খুন সেরে বেড়াতে
খুন সেরে বেড়াতে

আর তার পরই অবিশ্বাস্য! প্রেমিকের সঙ্গে দিব্যি মানালি বেড়াতে চলে যায় মুসকান। 

3/6
ক্যাবে করে কাসোল
ক্যাবে করে কাসোল

একটি ক্যাব বুক করে তারা হিমাচলের কাসোলে যায়। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল নেয়। টানা এক সপ্তাহ কাটায় সেখানে।

4/6
বিস্মিত হোটেল অপারেটর
বিস্মিত হোটেল অপারেটর

পরে হোটেল অপারেটরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চমকে যান। আমান কুমার নামের ওই ভদ্রলোক বলেন, সাধারণত কাসোলে এসে লোকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। কিন্তু এঁরা একবারের জন্যও বেরোননি! শুধু তাই নয়, হোটেলের কারও সঙ্গে বিন্দুমাত্র কথাবার্তায় যাননি। কোনও হোটেলকর্মীকে ঘরে পাঠাতে নিষেধও করেন!

5/6
হতচকিত ক্যাবচালক
হতচকিত ক্যাবচালক

আর সেই ক্যাবচালক, যিনি দীর্ঘ সময় এদের কাছ থেকে দেখেছেন, তিনি কী বলছেন? আজব সিং নামের সেই চালক বলছেন, মুসকান-সাহিল ১৫ দিনের জন্য ৫৪ হাজার টাকায় ক্যাবটি বুক করে। দীর্ঘ যাত্রায় তারা পরস্পরের সঙ্গে একটি কথাও বলেনি। মহিলাটির (মুসকানের) ফোনে দুটি কল এসেছিল। সম্ভবত তার মা।

6/6
নেশার ঘোরেই
নেশার ঘোরেই

ক্যাবচালক আজব সিং প্রকাশ্যে আনছেন আরও এক অবিশ্বাস্য তথ্য, এই দুই ব্যক্তিই এই কদিন ধরে নেশা করেছে এন্তার। ছেলেটি (সাহিল) রোজ দু'বোতল করে মদ ওড়াত। আর মেয়েটি  (মুসকান) তিন ক্যান করে বিয়ার। সিমলা থেকে তারা কিনেছিল সেসব। মদ খেয়ে খেলে হোলিও।





Read More