PHOTOS

Meerut Husband Murder Update: খুনে মরিয়া মুসকান সৌরভের প্রেসক্রিপশন পর্যন্ত... 'হিংস্রতা'য় তাজ্জব দুঁদে তদন্তকারী অফিসাররাও!

Meerut Murder Case Update: ময়নাতদন্তকারী মেডিক্যাল অফিসারের কথায়, ৩০ বছরের কর্মজীবনে কখনও এত বীভৎস অবস্থায় কোনও মৃতদেহ তিনি পাননি! ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক কষে মুসকান। হাড়হিম মেরঠ!

 

Advertisement
1/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!

Meerut Murder Case: সৌরভকে খুন করতে কতটা মরিয়া ছিল মুসকান? তদন্তে উঠে আসা নয়া তথ্য দেখে তাজ্জব তদন্তকারী অফিসাররা। সৌরভকে খুন করার জন্য তাঁর প্রেসক্রিপশন পর্যন্ত পালটে দেন মুসকান!তারপর সেই বদলানো প্রেসক্রিপশন দেখিয়ে ঊষা মেডিক্যাল স্টোর নামক একটি দোকান থেকে কেনেন ঘুমের ওষুধ-ইনজেকশন। ইতিমধ্যেই সেই দোকানে তল্লাশি করেছে পুলিস। 

2/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!

তদন্তকারী অফিসার জানিয়েছেন, যে দোকান থেকে ওষুধগুলি কেনা হয়েছিল। সেই দোকানে তল্লাশি চালিয়ে ওষুধ সম্পর্কে বিশদে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওষুধ বিক্রিতে কোনও বেনিয়ম হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিগত ২ বছরের সমস্ত বিক্রির রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম লংঘন হয়ে থাকলে দোকানের লাইসেন্স বাতিল করা হবে।

3/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!

তদন্তে উঠে এসেছে, প্রথমে সৌরভকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। তারপর তার বুকে ৩ বার ছুরি বিঁধিয়ে খুন করা হয়। অচেতন সৌরভ রাজপুতের বুকের উপর চড়ে বসে মুসকান। প্রেমিক সাহিল শুক্লা তার হাতে ধরিয়ে দেয় ছুরি। সঙ্গে নির্দেশ দেয়, অচেতন সৌরভের বুকে ৩ বার সেই ছুরি বসিয়ে দিতে। একইসঙ্গে প্রতিশ্রুতি দেয়, এটুকু 'কাজ' করে ফেলতে পারলেই, তারপরই আছে একটা নতুন জীবন!

4/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!

একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলে লন্ডন থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। তারপরই ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করে সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান।   

5/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!

প্রায় ৪ মাস ধরে, গত নভেম্বর থেকে সৌরভকে খুনের ছক কষে মুসকান। সৌরভকে খুনের জন্য প্রেমিক সাহিল শুক্লাকে রাজি করাতে প্রেমিকের 'মৃত মা' সেজে স্ন্যাপচ্যাটে তাকে নাগাড়ে মেসেজ পাঠাতে থাকে মুসকান। পাশাপাশি, মুরগি কাটার কথা বলে, ২টি ছুরি কেনে। গুগলে সার্চ করে শেখে খুনের পদ্ধতি! সেইসঙ্গে খুনের পর দেহ লোপাট করতে ১১০০ টাকা দিয়ে ড্রাম কেনে মুসকান।  

6/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ড!
নিহত সৌরভের ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে হাড়হিম করা তথ্য। ময়নাতদন্তকারী মেডিক্যাল অফিসারের কথায়, ৩০ বছরের কর্মজীবনে কখনও এত বীভৎস অবস্থায় কোনও মৃতদেহ তিনি পাননি! মৃতদেহের চামড়া শরীর থেকে প্রায় উঠে আসছিল। নড়বড় করছিল দাঁতও! নিহত সৌরভ রাজপুতের শরীরের চামড়াও ছিল পোড়া।




Read More