PHOTOS

Meerut Husband Murder Update: খাটের বাক্সে সৌরভের মুণ্ডহীন দেহ! তার উপর-ই মুসকান... আর প্রেমিক সাহিল...

Meerut murder shocker: প্রাথমিক পরিকল্পনা ছিল দেহ টুকরো টুকরো করে কেটে পলিথিন ব্যাগে ভরে নানা জায়গায় ছড়িয়ে দেওয়া। কিন্তু খুন করার পর, সাহিল সৌরভের দেহ টেনে...

Advertisement
1/6
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ রাজপুতকে খুন করে অঙ্গ-প্রত্যঙ্গ টুকরো টুকরো করার কথা ইতিমধ্যেই স্বীকার করেছে স্ত্রী মুসকান। কিন্তু সৌরভকে খুন থেকে দেহ লোপাট করতে যা যা করেছে দুজনে তা জেনে শিউড়ে উঠছে সকলে। 

2/6
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড

মেরঠের এসএসপি বিপিন তাড়ার কথায়, খুন করার পর, সাহিল সৌরভের দেহ টেনে বাথরুমে নিয়ে যায়। ক্ষুর দিয়ে প্রথমে মাথা কেটে ফেলে, তারপর তার হাতের কব্জি কেটে ফেলা হয়। প্রাথমিক পরিকল্পনা ছিল দেহটি টুকরো টুকরো করে কেটে পলিথিন ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া। 

3/6
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড

কিন্তু ব্যর্থ হয়। তাই, তাঁরা কাটা মাথা-সহ সৌরভের দেহটি রাতভর বাথরুমে ফেলে রাখে। পরের দিন সকালে, সাহিল ৫০ কেজি সিমেন্ট এবং মুসকান ২২০ লিটারের ড্রাম কিনে আনে। ১১০০ টাকায় কেনে ড্রাম, কোনও দামদরও করেনি। 

4/6
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড

ইন্দিরা নগরে সৌরভের দেহ ব্যাগে ভরে ডবল বেডের বাক্সে ভরে সারারাত সেখানেই ঘুমায় মুসকান। এদিকে, সাহিল তার নিজের বাড়িতে মাথা এবং হাত নিয়ে যায়। ২৪ ঘন্টা তার ঘরে রাখে। 

5/6
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড

৫ মার্চের মধ্যে, তারা দুজনেই মৃতদেহ সৎকারের প্রাথমিক পরিকল্পনা ত্যাগ করে। পরে মুসকানের বাড়িতে ফিরে তারা সৌরভের দেহ বার করে ড্রামের ভেতরে রাখে। সাহিল মাথা এবং হাতও নিয়ে আসে। 

6/6
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড
মুসকান-সাহিলের ভয়ংকর কান্ড

এসব করে শিমলা ঘুরতে চলে যায়। ফির এলে বাড়িওয়ালার কথায় বাড়ি ছেড়ে দিতে হয় মুসকান-সাহিলকে৷ আর সে সময় মিস্ত্রিদের হাতে ওই ড্রামের ঢাকনা খুলে যায় ৷ বেরিয়ে পড়ে সৌরভের খণ্ডিত দেহ ৷ 





Read More