PHOTOS

Meerut Murder Update: সৌরভ খুনে একটা 'ছোট্ট ভুল'! তাতেই মুসকান-সাহিলের হাড়হিম অপরাধের পর্দাফাঁস...

Meerut Merchant Navy officer Death News: ১৩ বছর বয়সে প্রেমে পড়েন সৌরভ ও মুসকান। ৫ বছর ধরে প্রেম করার পর দুজনেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়ি থেকে অনুমতি না দেওয়ায়, ৩-৩ বার বাড়ি থেকে পালিয়ে যায় সৌরভ ও মুসকান। 

Advertisement
1/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!

Meerut Murder Case: কথাতেই আছে, খুনি যত চালাক-ই হোক না কেন, ঠিক কোনও না কোনও সূত্র ছেড়ে রেখে যায়। মেরঠ হত্যাকাণ্ডেও মুসকান-সাহিল হাজার ছক কষে সৌরভকে খুনের পর, এরকমই একটি 'ছোট্ট ভুল' করে ফেলে, যাতেই তাঁদের অপরাধের পর্দাফাঁস হয়। 

2/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!

৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করে সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান।  

3/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
পরিকল্পনা ছিল হিমাচলের ট্রিপ থেকে ফিরে এসে ড্রামবন্দি সৌরভের দেহ ফেলে দেবে! কিন্তু মুসকান-সাহিল সেই প্লাস্টিকের ড্রামের ওজনকে ধর্তব্যের মধ্যে আনেনি। আর সেটাই সন্দেহের উদ্রেক ঘটায় কাজ করতে আসা শ্রমিকদের। একটা ড্রাম, প্লাস্টিকের ড্রাম, তা সে যতই বড় হোক! তার এত ওজন! আসলে ড্রামের মধ্যে ঢোকানো দেহাংশ ও সিমেন্ট সব মিলে ওজন বেড়ে গিয়েছিল অনেকটাই। 
4/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হোলির পর ১৭ মার্চ ফিরে মুসকান-সাহিল ফিরে এসে যখন ড্রামবন্দি দেহ ফেলার সিদ্ধান্ত নেয়, তখন কয়েকজন শ্রমিককে ডেকে আনে বাড়িতে। কিন্তু ড্রামটি ওজনে এতই ভারী ছিল যে, তাঁরা সেই ড্রাম তুলতেই পারে না। সেইসঙ্গে আরও একটি ঘটনা ঘটে এই ড্রামকে ঘিরেই।
5/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
টানা-হ্যাঁচড়ার মাঝে ড্রামের ঢাকনা খানিকটা খুলে যায়। সঙ্গে সঙ্গে ভিতর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে। সৌরভের পচাগলা দেহ থেকে বেরিয়ে আসা সেই দুর্গন্ধ নাকে যেতেই সন্দেহ হয় শ্রমিকদের। একদিকে এত ভারী একটা ড্রাম! তার উপর মৃতদেহের দুর্গন্ধ! খটকা লাগে তাদের। তারা চলে যায়।
6/6
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!
হাড়হিম মেরঠ হত্যাকাণ্ডে মুসকান-সাহিলের 'ছোট্ট ভুল'!

এরপরই মুসকান আতঙ্কিত হয়ে তার বাবা-মায়েরা কাছে ছুটে যায়। প্রথমে সে সৌরভের বোন ও তার দেওরের উপর খুনের দায় চাপানোর চেষ্টা করে। শেষে তার বাবা-মায়ের লাগাতার প্রশ্নে স্বীকার করে যে, সে ও সাহিল মিলে সৌরভকে খুন করেছে। 





Read More
;