Meerut Merchant Navy officer Death News: ১৩ বছর বয়সে প্রেমে পড়েন সৌরভ ও মুসকান। ৫ বছর ধরে প্রেম করার পর দুজনেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়ি থেকে অনুমতি না দেওয়ায়, ৩-৩ বার বাড়ি থেকে পালিয়ে যায় সৌরভ ও মুসকান।
Meerut Murder Case: কথাতেই আছে, খুনি যত চালাক-ই হোক না কেন, ঠিক কোনও না কোনও সূত্র ছেড়ে রেখে যায়। মেরঠ হত্যাকাণ্ডেও মুসকান-সাহিল হাজার ছক কষে সৌরভকে খুনের পর, এরকমই একটি 'ছোট্ট ভুল' করে ফেলে, যাতেই তাঁদের অপরাধের পর্দাফাঁস হয়।
৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করে সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান।
এরপরই মুসকান আতঙ্কিত হয়ে তার বাবা-মায়েরা কাছে ছুটে যায়। প্রথমে সে সৌরভের বোন ও তার দেওরের উপর খুনের দায় চাপানোর চেষ্টা করে। শেষে তার বাবা-মায়ের লাগাতার প্রশ্নে স্বীকার করে যে, সে ও সাহিল মিলে সৌরভকে খুন করেছে।