PHOTOS

Meerut Husband Murder Update: মৃত্যুমঞ্চ মেরঠ! এবার জেলেই হবে স্বামীহন্তা মুসকানের প্রেগন্যান্সি টেস্ট, আর জটাধারী সাহিল চাইছে...

Meerut murder case: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন! মেরঠ হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সবাই। অথচ একদিন এই সৌরভকে বিয়ের জন্যই বাড়ি থেকে ৩-৩ বার পালিয়েছিল 'স্বামীহন্তা' মুসকান।

Advertisement
1/5
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেল কর্তৃপক্ষের মতে, মুসকান ও সাহিলের অবস্থা এখন আগের তুলনায় ভালো। তারা দুজনেই এখন খাবার খাচ্ছে এবং তাদের ক্রমাগত কাউন্সেলিং করা হচ্ছে। দুজনকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। 

2/5
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!

এদিকে মুসকান ও সাহিল দুজনেই স্বামী-স্ত্রী বলে দাবি করে জেলে একে অপরের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছে। সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট ডঃ বীরেশ রাজ শর্মার মতে, 'স্বামী-স্ত্রী জেলে একে অপরের সঙ্গে দেখা করার অনুমতিপ্রাপ্ত। কিন্তু তারা এখনও স্বামী-স্ত্রী হওয়ার প্রমাণ দিতে পারেনি। যদি তারা কোনও প্রমাণ দেয়, তাহলে জেল ম্যানুয়াল অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।'

3/5
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!

এমনকী ডাঃ বীরেশ রাজ শর্মা বলেন, 'উভয়েরই সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের অবস্থার উন্নতিও হচ্ছে। প্রয়োজনে মুসকানের গর্ভাবস্থার পরীক্ষা করা হবে।' এখানে প্রশ্ন তাহলে কি মুসকান প্রেগন্যান্ট! 

4/5
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!

ডঃ শর্মা আরও বলেন, যদি তারা দুজনেই বিয়ের কথা বলেন, তাহলে আইনি মতামত নেওয়া হবে এবং তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

5/5
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!
মুসকানের প্রেগন্যান্সি টেস্ট!

প্রসঙ্গত, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন! মেরঠ হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সবাই। অথচ একদিন এই সৌরভকে বিয়ের জন্যই বাড়ি থেকে ৩-৩ বার পালিয়েছিল 'স্বামীহন্তা' মুসকান।





Read More