Meghalaya Missing Couple Raja Sonam Number 11 connection: এটা কি নেহাতই কাকতালীয় নাকি এর পিছনেও কোনও জ্যোতিষ বা তন্ত্র তত্ত্ব লুকিয়ে? রাজা খুনে নয়া তত্ত্ব...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামী রাজা রঘুবংশীকে নৃশংস হত্যা। এই নির্মম হত্যাকাণ্ডে স্তম্ভিত সারা দেশ।
হানিমুনে গিয়ে ইন্দোরের দম্পতি রাজা-সোনম নিখোঁজ হয়ে যাওয়ার পরই রহস্য দানা বাঁধে। এরপর রাজার দেহ মিলতেই একে একে পুলিসের হাতে আসতে শুরু করে একের পর এক ক্লু।
স্বামী রাজা রঘুবংশীকে হত্যার দায়ে তারপর উত্তরপ্রদেশের গাজিপুর থেকে স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করে মেঘালয় পুলিস। সেইসঙ্গে গ্রেফতার করা হয় সোনমের প্রেমিক রাজ কুশওয়া সহ আরও ৩ সুপারি কিলারকে।
তদন্তে জানা যায়, বিয়ের আগে থেকেই রাজের সঙ্গে সোনমের সম্পর্ক ছিল। বিয়ের ৩ দিনের মাথাতেই রাজের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করে সোনম। সেখানে 'হাতিয়ার' করে এই হানিমুন ট্রিপকেই।
গ্রেফতারির পর প্রথমে অস্বীকার করলেও পরে স্বামী রাজাকে খুনের কথা স্বীকার করে নেয় নববিবাহিতা সোনম। এও জানা যায় যে, খুনের পর বেশ কিছুদিন প্রেমিক রাজের বাড়িতেই ছিল সে।
এবার সামনে এল রাজা খুনে সোনমের অদ্ভূত '১১ যোগ'! দেখা যাচ্ছে, রাজার সঙ্গে সোনমের বাগদান হয়েছিল ১১ ফেব্রুয়ারি। বিয়ে হয় ১১ মে। আর সোনমের হাতে রাজা খুন হন ঠিক ১১ দিন পর।
এটা কি নেহাতই কাকতালীয় নাকি এর পিছনেও কোনও জ্যোতিষ বা তন্ত্র তত্ত্ব লুকিয়ে, তা প্রমাণ সাপেক্ষ। কারণ নিহত রাজার ভাই ইতিমধ্যেই সোনমের বিরুদ্ধে তন্ত্রচর্চার বিস্ফোরক অভিযোগ করেছেন।
আবার এটাও সামনে এসেছে যে, রাজা-সোনম দুজনেই ছিলেন মাঙ্গলিক। তাই গ্রহের দোষ কাটাতেই রাজার সঙ্গে বিয়ের পর তাঁকে খুনের পরিকল্পনা করে সোনম। এমনকি রাজাকে খুন করে বিধবা হয়ে রাজকে বিয়ের প্ল্যান করেছিল সে।