Raja Raghuvanshi Murder Case: ১ মার্চ থেকে ৮ এপ্রিল, এই ৩৯ দিনে ২৩৪ বার ‘সঞ্জয় বর্মা’ নামের এক ব্যক্তিকে ফোন করেছিলেন সোনাম রঘুবংশী। শুধু ১ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে ১০০ বারের বেশি কথা হয়েছে।
আগেই সঞ্জয় বর্মা নামে একজন ব্যক্তির নাম সামনে এসেছে। বিয়ের আগে এবং পরে সোনম রঘুবংশীর সঙ্গে ফোনে যোগাযোগ ছিল এই সঞ্জয়ের। তাকে নাকি ১১৯ বার কর করেছে সোনম।
স্বামী রাজা রঘুবংশী খুনে অন্যতম অভিযুক্ত তরুণীর কল রেকর্ড ঘেঁটে এমনটাই জানতে পেরেছিল পুলিস। তবে কে এই ব্যক্তি, কী তার পরিচয় তা নিয়ে প্রথমে ধোঁয়াশা ছিল।
এ বার তদন্তে উঠে এল সেই সঞ্জয়ের প্রকৃত পরিচয়! পুলিস সূত্রে খবর, ‘সঞ্জয়’ আর কেউ নয়, ধৃত রাজ কুশওয়াহা! সোনমের যে ‘প্রেমিক’ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত, তাঁরই ভুয়ো পরিচয় ‘সঞ্জয়’।
৩৯ দিনের মধ্যে সোনম ও সঞ্জয়ের মধ্যে ২৩৯ বার ফোনে কথা হয়েছে। শুধু ১ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে ১০০ বারের বেশি কথা হয়েছে।
পুলিস যখন এই নম্বর ট্রেস করার চেষ্টা করে, তখন দেখা যায় নম্বরটি সুইচ অফ। এই সঞ্জয় বর্মা আসলে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার ব্যবহৃত একটি ছদ্মনাম।
এর আগে তদন্তে জানা যায়, বিয়ের আগে থেকেই রাজের সঙ্গে সোনমের সম্পর্ক ছিল। বিয়ের ৩ দিনের মাথাতেই রাজের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করে সোনম। সেখানে 'হাতিয়ার' করে এই হানিমুন ট্রিপকেই।
এটাও সামনে এসেছে যে, রাজা-সোনম দুজনেই ছিলেন মাঙ্গলিক। তাই গ্রহের দোষ কাটাতেই রাজার সঙ্গে বিয়ের পর তাঁকে খুনের পরিকল্পনা করে সোনম। এমনকি রাজাকে খুন করে বিধবা হয়ে রাজকে বিয়ের প্ল্যান করেছিল সে।
সোনমের তিন সহযোগী, যারা কাছের একটি হোমস্টেতে ছিল, তারাও একই সময়ে চেকআউট করেন। সকাল ১০টায়, সোনম এবং রাজা ট্রেকিং রুটে প্রায় ২০০০ ধাপ ওঠে।
পরে দু'টি কাটারিই উদ্ধার করেছে পুলিস। জানায়, রাজাকে প্রথম কাটারি নিয়ে আক্রমণ করেছিল বিশাল। তারও আগে রাজাকে মারাত্মকভাবে আঘাত করেছিল বিশাল।