PHOTOS

জোড়া রেকর্ড করেও মেসির গলায় আক্ষেপ! সপ্তমবার পিচিচি ট্রফি জিতলেন এলএমটেন

Advertisement
1/5

 লা লিগায় জোড়া রেকর্ড করার দিনেও মেসির গলায় আক্ষেপের সুর। ২৫ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হলেন এলএমটেন।

2/5

 রবিবার আলাভেস-এর বিরুদ্ধে জোড়া গোল করেন আর্জেন্টিনিয় তারকা। এই নিয়ে টানা ৪ বার লা লিগার সর্বোচ্চ গোলদাতার শিরোপা উঠল মেসির মাথায়।

3/5

একইসঙ্গে সপ্তমবার সোনার বুট জিতে টেলমো জারাকে ছাপিয়ে গেলেন এলএমটেন। জিতে নিলেন পিচিচি ট্রফি।

4/5

আলাভেস-এর বিরুদ্ধে আনসু ফাতিকে দিয়ে গোল করিয়ে নয়া নজির করলেন মেসি। এক লা লিগা মরসুমে ২১ গোলের অ্যাসিস্ট করে জাভিকে পেছনে ফেলে দিলেন এলএম টেন।

 

5/5

এতকিছুর পরও লা লিগা জিততে না পারার আক্ষেপ যাচ্ছে না মেসির। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা বলছেন গোল আর ব্যক্তিগত পুরস্কার তার কাছে গৌণ। দলের জয় আর ট্রফিই শেষ কথা।





Read More