২০১৮-১৯ মরশুমে ঘরোয়া লিগে লড়াইটা ছিল বার্সেলোনার আর্জেন্তিনিয় তারকা লিওনেল মেসি এবং পিএসজি-র ফরাসি তারকা কিলিয়ান এমবাপের মধ্যে।
লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেছেন এলএমটেন। লিগ জিতেছে বার্সেলোনা।
অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে এমবাপের গোলসংখ্যা ৩৪। লিগ ওয়ান জিতেছে পিএসজি।
এমবাপেকে টপকে 'ইউরোপিয়ান গোল্ডেন সু' জিতে নিলেন লিওনেল মেসি।
এই নিয়ে টানা তিন মরশুম এই পুরস্কার জিতলেন মেসি। মোট ছবার গোল্ডেন সু জেতা হয়ে গেল বার্সা তারকার।