করোনার আবহে ঘুরতে গিয়ে বিতর্কে মেসি। সপরিবারে ইবিজায় ঘুরতে গিয়েছেন বারসার সুপারস্টার। কিন্তু তাঁর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ উঠেছে।
কখনও প্রমোদতরীতে রিল্যাক্সড্ মুড-এ। কখনও আবার স্ত্রী অ্যান্টোনেলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে। মেসির একের পর এক ছবি ভাইরাল হয়েছে।
স্পেনে করোনার প্রকোপ কিছুটা কমলেও কাতালুনিয়া প্রদেশে এখনো অনেক জায়গায় সংক্রমণ হচ্ছে। এমন অবস্থায় কাতালুনিয়া প্রশাসনের পরামর্শ উপেক্ষা করে মেসি ঘুরতে গিয়েছেন বলে অভিযোগ।
মেসির সঙ্গে সুয়ারেজকেও দেখা গিয়েছে। দুজনের বিরুদ্ধেই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিতর্ক পিছনে ফেলে মেসি ভক্তরা অবশ্য তাঁর প্রতিটি ছবি বেশ পছন্দ করেছেন।