PHOTOS

'স্বাভাবিক জীবন চাই', বলিউড অভিনেতার অত্যাচারের পর আতঙ্কে দিন কাটছে এই মহিলার

Advertisement
1/9
PIC9
PIC9

বলিউড অভিনেতা অলোকনাথের মুখোশ খুলে পড়েছে ঠিকই, কিন্তু এরপরও যেন ভয় কাটেনি। বলিউডের 'সংস্কারি' অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়েরের পরও দেখুন কীভাবে আতঙ্কে দিন কাটছে অভিযোগকারিনী বিনতা নন্দার 

2/9
PIC8
PIC8

২০০৮ সালে 'হর্ন ওকে প্লিস'-এর শুটিংয়ের সময় নানা পাঠেকর নাকি তাঁর যৌন হেনস্থা করেছেন, এই অভিযোগে সম্প্রতি বলিউডে 'মি টু ক্যাম্পেইন' শুরু করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বাঙালি অভিনেত্রীর অভিযোগের পর বি টাউনে 'মি টু' ঝড় শুরু হয়। আর সেই ঝড়েই  উঠে আসে বলিউডের 'সংস্কারি' অভিনেতা অলোকনাথের নাম  

3/9
PIC7
PIC7

অভিনেতা অলোকনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ)-এর ধারায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও তিনি অধরা, গ্রেফতারির অভিযোগে অলোকনাথ আপাতত পালিয়ে বেড়াচ্ছেন বলেও রিপোর্টে প্রকাশ 

4/9
PIC6
PIC6

বলিউডের 'সংস্কারি' অভিনেতা অলোকনাথের কীর্তি সামনে আসার পর তাঁর পরিবারের সদস্যরাও না ঘুমিয়ে রাত কাটিয়েছেন, বলেন বিনতা 

5/9
PIC5
PIC5

যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ নিয়ে সরব হওয়ার পর থেকে তিনি বুঝতে শিখেছেন,অলোকনাথের বিরুদ্ধে এবার অনেকেই মুখ খুলতে শুরু করেছেন কারণ দিন সবার সব সময় একরকম যায় না, বলেন বিনতা। তাই আগের তুলনায় তাঁর মনের জোর কিছুটা বেড়েছে বলেও জানান বিনতা 

6/9
PIC4
PIC4

১৯ বছর ধরে ধর্ষণের মত নির্মম অত্যাচারের কথা গোপনে রাখার পর এবার সাহস করে সামনে এসেছেন তিনি, দায়ের করেছেন অভিযোগ, কিন্তু তাতেও তাঁর ভীতি কাটেনি বলে জানান বিনতা 

7/9
PIC3
PIC3

অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়েরের পর এই প্রথম বলিউড তাঁর পাশে এসে দাঁড়াল বলে জানান বিনতা নন্দা 

8/9
PIC2
PIC2

অলোকনাথকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিস, বেশিদিন এভাবে চললে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রশাসনের তরফে 

9/9
PIC1
PIC1

অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন বিনতা নন্দা 





Read More