Kolkata Metro Service: ফের কলকাতা মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার কবি নজরুল মেট্রো স্টেশনে ঘটে ঘটনাটি। ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা।
অয়ন ঘোষাল: আবার মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। এবার কবি নজরুল মেট্রোয়।
জানা গিয়েছে, বিকেল ৪ টে ৪৪ মিনিটে ঝাঁপ এক মহিলা ঝাঁপ দিয়েছিলেন। (তথ্য- অয়ন ঘোষাল)
সঙ্গে সঙ্গে স্টেশন খালি করা হয়। তাঁকে উদ্ধার করতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয় তৃতীয় লাইনে। (তথ্য- অয়ন ঘোষাল)
উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলছে। উত্তম কুমার থেকে কবি সুভাষ পাওয়ার ব্লক ছিল। (তথ্য- অয়ন ঘোষাল)
প্রায় ৪০ মিনিট পর কবি সুভাষ মহানায়ক উত্তম কুমার অংশে চালু হল মেট্রো। (তথ্য- অয়ন ঘোষাল)