Florida woman caught hiding two turtles in her brassiere: এই ঘটনার কিছুদিন আগেই এক ব্যক্তি তাঁর প্যান্টের সামনের অংশে একটি কচ্ছপ রেখে পাচারের চেষ্টা করেছিলেন। কচ্ছপটি বেশ আক্রমণাত্মক প্রজাতির ছিল বলে জানিয়েছিল টিএসএ। এবার ব্রা-য়ের মধ্যে লুকানো...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্তর্বাসের মধ্যে পুরে প্রাণী পাচার। আমার-আপনার মতোই তাজ্জব হয়ে গিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। জানা গিয়েছে, বিমানবন্দরে এক মহিলা যাত্রী তাঁর অন্তর্বাসের মধ্যে কচ্ছপ লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন।
বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার পর মহিলার শরীরের সঙ্গে আটকানো দু’টি কচ্ছপকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটি কচ্ছপ মারা গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে।
সূত্রের খবর, বিমানবন্দরে নিয়মিত স্ক্রিনিং চলাকালীন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রথম বিষয়টি নজরে আনে। গোটা ঘটনা মিটে যাওয়ার পরে তারা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত বিবরণ ও ছবি শেয়ার করে।
তারা লেখেন, 'আমরা চাই আপনি আপনার পোষ্যদের সঙ্গে ভ্রমণ করতে পারেন, আর আপনি নিশ্চয়ই তা করতে পারেন — এমনকি কচ্ছপ নিয়েও! কিন্তু দয়া করে ওদের নিরাপদভাবে ভ্রমণ করান'।
এই সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, TSA ভ্রমণকারীদের পোষ্য নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট পার হওয়ার অনুমতি দেয় — এমনকি কচ্ছপও নিয়ে যাওয়া যায়। তবে পশুদের কোনও কন্টেনার বা ক্যারিয়ার থেকে বের করে আনতে হবে চেকিংয়ের সময়।
জানা গিয়েছে, মহিলা কচ্ছপ দুটিকে গজ কাপড় ও প্লাস্টিকে জড়িয়ে নিজের অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। দুঃখজনকভাবে, কচ্ছপগুলির মধ্যে একটি বেঁচে থাকতে পারেনি।
এমন ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে। যেমন ২০২৪ সালে এক ব্যক্তিকে বিমানবন্দরে আটকানো হয়, কারণ তিনি একটি ব্যাগে করে সাপ নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন।
আরেকটি ঘটনায়, ২০২৩ সালে মায়ামি বিমানবন্দরের কর্মকর্তারা একটি ব্যাগ জব্দ করেন, যেখানে চোরাইভাবে আমাজনের তোতাপাখির ডিম ও জীবন্ত পাখি পাচার করা হচ্ছিল। পাখিরা ব্যাগের ভিতরেই ডাকছিল, যার ফলে সন্দেহ হয় এবং ব্যাগটি খোলা হয়।