PHOTOS

শেষমেশ পরিণয়বদ্ধ মিলিন্দ সোমন ও অঙ্কিতা

Advertisement
1/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 16

অবশেষে দীর্ঘদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে পরিণয়বদ্ধ হলেন মডেল অভিনেতা মিলিন্দ সোমন। রবিবার (২২ এপ্রিল) মহারাষ্ট্রের আলিবাগের এক রিসর্টে হল বিয়ের অনুষ্ঠান। 

2/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 15
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 15

শনিবার সকালেই (২১ এপ্রিল) মিলিন্দ ও অঙ্কিতার মেহেন্দির অনুষ্ঠান হয়। রাতে ছিল সঙ্গীতের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পরস্পরের চোখে চোখ, কোমরের হাত রেখে নাচতে দেখা যায় অঙ্কিতা ও মিলিন্দকে।

3/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 14
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 14

রবিবার সকালে হয় হলদির অনুষ্ঠান (গায়ে হলুদ)।

4/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 13
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 13

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে হলদি ও বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই একে অপরের সঙ্গে পরিণয়বদ্ধ হন অঙ্কিতা-মিলিন্দ

5/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 12
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 12

হলদির অনুষ্ঠানের শেষে একে অপরের সঙ্গে ছবিও তোলেন মিলিন্দ-অঙ্কিতা।

6/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 11
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 11

তারকা নয়, এক্কেবারে নতুন বরের মতোই অঙ্কিতার বাড়ির সদস্যদের পালন করা সমস্ত রীতি মেনে চলেন মিলিন্দ সোমন।

7/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 10
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 10

বিয়ের অনুষ্ঠানে সাদা শাড়ি ও ফুলের সাজে সেজে ছিলেন অঙ্কিতা, মিলিন্দকেও দেখা গেল সাদা ধুতি-পাঞ্জাবি ও ফুলের সাজে।

8/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 9
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 9

মিলিন্দ ও অঙ্কিতার বিয়ের ছবি শেয়ার করেছেন মিলিন্দের এক্স গার্লফ্রেন্ড তথা মডেল দীপান্বিতা শর্মা।

9/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 8
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 8

দীপান্বিতা নিজেও মিলিন্দ ও অঙ্কিতার শনিবার ও রবিবার বিয়ের সমস্ত অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন।

10/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 7
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 7

হিন্দি, মারাঠি ও অসমিয়া গান ও আমন্ত্রিত অতিথিদের নাচে মিলিন্দ- অঙ্কিতার বিয়ে হয়ে উঠেছিল জমজমাট। 

11/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 6
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 6

তবে অঙ্কিতা-মিলিন্দের বয়সের যতই ফারাক থাক, দুজনে দুজনের সঙ্গে যে বেশ খুশি তা তাঁদের দেখেই বেশ বোঝা যাচ্ছিল। 

12/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 5
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 5

বিয়ের গোটা অুষ্ঠানে হাসিখুশি মেজাজে ছিলেন মিলিন্দ সোমন।

13/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 4
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 4

মিলিন্দ-অঙ্কিতা এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরিবারের আত্মীয় ও তাঁদের একান্তই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।

14/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 3
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 3

বিদেশে ঘটা করে মিলিন্দ-অঙ্কিতার রিসেপশন হওয়ার কথা রয়েছে।

15/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 2
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 2

মিলিন্দ-অঙ্কিতার বিয়ের সাজ ও ডেকরেশনে মারাঠি ও অসমিয়া দুতরফের ঐতিহ্য মেনে চলা হয়। 

16/16
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 1
Milind Soman and Ankita Konwar are now married! see the pic 1

সাদা ও হলুদ ফুলে সেজে উঠেছিল বিয়ের মণ্ডপ। (সব ছবি- ইনস্টাগ্রাম)





Read More