নিজস্ব প্রতিবেদন: বড়দিন মানেই উপহার দেওয়া ও উপহার পাওয়ার পালা। ক্রিসমাসের রাতে সান্তাক্লজ ছোটদের জন্য নিয়ে আসে উপহার। বাস্তব জীবনে কেউ কেউ নিজেই হয়ে ওঠেন সান্তাক্লজ। এবছর সেরমকই ক্রিসমাসের রাতে উপহারের ঝুলি নিয়ে কলকাতার পথে অভিনেতা ও সাংসদ মিমি চক্রবর্তী।
শনিবার মধ্যরাতে শহরের পথে পথে উপহারের ঝুলি নিয়ে হাজির মিমি।
চুপিসারে পথশিশুদের মাথার কাছে রেখে এলেন উপহার।
তবে শুধু শিশু নয়, বড়দের জন্য উপহার ছিল মিমির ঝুলিতে।
উপহারের মধ্যে ছিল কেক, কম্বল, চাদর, সোয়েটার।
রাতের অন্ধকারে অচিরেই মিমি হয়ে উঠলেন সিক্রেট সান্তা।