PHOTOS

Christmas 2021: পথশিশুদের সিক্রেট সান্তা মিমি, চুপিসারে রেখে এলেন উপহার

Advertisement
1/6
ক্রিসমাসের রাতে
ক্রিসমাসের রাতে

নিজস্ব প্রতিবেদন: বড়দিন মানেই উপহার দেওয়া ও উপহার পাওয়ার পালা। ক্রিসমাসের রাতে সান্তাক্লজ ছোটদের জন্য নিয়ে আসে উপহার। বাস্তব জীবনে কেউ কেউ নিজেই হয়ে ওঠেন সান্তাক্লজ। এবছর সেরমকই ক্রিসমাসের রাতে উপহারের ঝুলি নিয়ে কলকাতার পথে অভিনেতা ও সাংসদ মিমি চক্রবর্তী। 

2/6
পথশিশুদের জন্য
পথশিশুদের জন্য

শনিবার মধ্যরাতে শহরের পথে পথে উপহারের ঝুলি নিয়ে হাজির মিমি। 

3/6
পথশিশুদের উপহার
পথশিশুদের উপহার

চুপিসারে পথশিশুদের মাথার কাছে রেখে এলেন উপহার। 

4/6
সকলের জন্য উপহার
সকলের জন্য উপহার

তবে শুধু শিশু নয়, বড়দের জন্য উপহার ছিল মিমির ঝুলিতে। 

5/6
কী কী উপহার
কী কী উপহার

উপহারের মধ্যে ছিল কেক, কম্বল, চাদর, সোয়েটার। 

6/6
সিক্রেট সান্তা
সিক্রেট সান্তা

রাতের অন্ধকারে অচিরেই মিমি হয়ে উঠলেন সিক্রেট সান্তা। 





Read More