PHOTOS

Mimi Chakraborty: ‘সাংসদ হয়ে জুয়ার প্রচার করছেন?’ নেটপাড়ায় প্রবল কটাক্ষের মুখে মিমি চক্রবর্তী...

সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে মিমি চক্রবর্তী। একটি অনলাইন বেটিং অ্যাপ তাঁদের স্পোর্টস ওয়্যার লঞ্চ করছে কলকাতায়। সেই ব্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় মিমিকে। সেখান থেকেই ট্রোলের শিকার অভিনেত্রী সাংসদ।

Advertisement
1/6
ট্রোলড মিমি
ট্রোলড মিমি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকার মিমি চক্রবর্তী। সৌজন্যে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম

 

 

2/6
ট্রোলড মিমি
ট্রোলড মিমি

বৃহস্পতিবার সকালে একটি স্পোর্টস ওয়্যারের বিজ্ঞাপন দেন মিমি। সেই কোম্পানির একটি অ্যাপও আছে। ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম

 

3/6
ট্রোলড মিমি
ট্রোলড মিমি

সেই অ্যাপ থেকে বেটিং হয় বলেই মিমির বিরোধীতায় নেটপাড়া। ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম

 

4/6
ট্রোলড মিমি
ট্রোলড মিমি

সাংসদ হয়ে কেন জুয়ার বিজ্ঞাপন দিচ্ছেন মিমি? প্রশ্ন নেটপাড়ার। ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম

 

5/6
ট্রোলড মিমি
ট্রোলড মিমি

এর আগেও এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল মিমিকে। ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম

                                                               

 

6/6
ট্রোলড মিমি
ট্রোলড মিমি

কেউ লিখেছেন, ‘সাংসদ হয়ে এই প্রচারে আপনার লজ্জা হওয়া উচিত।’ কেউ লিখেছেন, ‘কেন বেটিং ওয়েবসাইট প্রমোট করছেন’! ছবি সৌজন্য- মিমি চক্রবর্তী ইনস্টাগ্রাম





Read More