Raktabeej2: বুধবার প্রকাশ্য়ে এল পুজোর ছবি 'রক্তবীজ২' টিজার। সেই টিজারে টোনড বডিতে লাইমলাইট কেড়ে নিলেন মিমি চক্রবর্তী। কখনও হাঁটু জলে দাঁড়িয়ে, কখনও আবার সমুদ্র থেকে উঠে আসছেন সিক্ত নায়িকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রে মিশেছে আকাশ, বিচে নীল বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি চক্রবর্তী। এই চিত্র কোনও ফটোশ্যুটের নয়, নায়িকা ধরা দিলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি রক্তবীজ ২-এর টিজারে।
বুধবার প্রকাশ্য়ে এল ছবির টিজার। সেই টিজারে ঘুম ওড়ালেন, বলা ভালো, টোনড বডিতে লাইমলাইট কেড়ে নিলেন মিমি চক্রবর্তী। কখনও হাঁটু জলে দাঁড়িয়ে, কখনও আবার সমুদ্র থেকে উঠে আসছেন সিক্ত নায়িকা।
পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবারও ফিরিয়ে আনছেন রক্তবীজের জগত, যা আগের চেয়েও বেশি রহস্যে ঘেরা, আবেগঘন এবং রোমাঞ্চকর হতে চলেছে। আবারও পুলিস অফিসারের চরিত্রে ধরা দেবেন আবীর চট্টোপাধ্যায়।
টিজারে ধরা পড়েছে ছবির মূল সুর—একটি রহস্যময় প্রশ্ন: “মুনির আলম কোথায়?”, এই এক বাক্যেই ছবির মূল কাহিনি অনুমান করা যাচ্ছে। যদিও ছবির গল্প এখনও গোপন। নির্মাতারা জানিয়েছেন, এই ছবি হবে এক উচ্চমাত্রার থ্রিলার, যেখানে থাকবে অ্যাকশন, আবেগ ও নাটকীয়তার দুর্দান্ত মেলবন্ধন। ছবিতে আবারও দেখা যাবে ভিক্টর চট্টোপাধ্যায়কে।
ছবির অন্যতম আকর্ষণ তারকা-ভরপুর কাস্টিং। অভিনয়ে রয়েছেন সীমা বিশ্বাস, কৌশানি মুখোপাধ্যায়, নুসরত জাহান এবং কাঞ্চন মল্লিক। টিজারে মিমির পাশাপাশিই নজর কাড়লেন নুসরত জাহান।
গত বছর পুজোয় বহুরূপীতে ঝড় তুলেছিলেন কৌশানী মুখোপাধ্যায়। এবারও তিনি পুজোয় বড়পর্দায় আসছেন, রক্তবীজ ২-এ। তাঁর ২ ধরনের লুক জানান দিচ্ছে, তাঁর চরিত্রে আছে চমক।
পরিচালকদ্বয় বলেছেন, “আমরা অত্যন্ত উচ্ছ্বসিত ‘রক্তবীজ’-এর এই নতুন অধ্যায় দর্শকদের সামনে আনতে পেরে। আগের ছবির যে ভালোবাসা পেয়েছি, তা আমাদের এই গল্পকে আরও উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।” দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে রক্তবীজ ২।