PHOTOS

Mirzapur 3: মির্জাপুরের মহাসংগ্রাম! ট্রেলার জুড়ে আলি ফজল, গদি হারালেন পঙ্কজ ত্রিপাঠী?

Pankaj Tripathi | Ali Fazal: কিছুদিন আগেই ঘোষণা করা হয় যে আগামী ৫ জুলাই অ্যামাজন প্রাইমে ফিরছে মির্জাপুরের নয়া সিজন। এই সিজনে কার হাতে থাকছে ক্ষমতা? আভাস পাওয়া গেল ট্রেলারে। বৃহস্পতিবার প্রকাশ পেল ট্রেলার। 

Advertisement
1/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে কয়েকটি সিরিজের অপেক্ষায় দিন গুনছে দর্শক, তারমধ্যে অন্যতম মির্জাপুর সিজন থ্রি। 

 

2/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

কিছুদিন আগেই ঘোষণা করা হয় সিরিজের রিলিজ ডেট।

 

3/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

বৃহস্পতিবার প্রকাশ পেল ট্রেলার। গত সিজনের থেকে যে এবার নৃশংসতা বাড়বে, তা ট্রেলারেই স্পষ্ট।

 

4/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

এবার মির্জাপুরে রাজ করবে কে? কালীন ভাইয়া নাকি গুড্ডু ভাইয়া, তরজা তুঙ্গে। 

 

5/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

সেখানেই স্পষ্ট এবার মির্জাপুর জুড়ে গুড্ডু ভাইয়ার রাজ, তবে রয়েছে টুইস্টও। 

 

6/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

এবার এই সিরিজে যেমন আর দেখা যাবে না দিব্যেন্দুকে, তেমনই এই সিরিজের নয়া মুখ বিজয় বর্মা। 

 

7/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

সম্প্রতি ট্রেলার লঞ্চে হাজির ছিল গোটা টিম। ট্রেলার দেখে ফ্যানেদের দাবি, 'ট্রেলার জুড়ে আলি ফজল, গদি হারালেন পঙ্কজ ত্রিপাঠী?'

 

8/8
মির্জাপুরের মহাসংগ্রাম!
মির্জাপুরের মহাসংগ্রাম!

আগামী ৫ জুলাই অ্যামাজন প্রাইমে ফিরছে মির্জাপুরের নয়া সিজন। 





Read More