নিজস্ব প্রতিবেদন: দোল উৎসবে মেতেছে মোদক পরিবার। দোলের উৎসবে মিঠাই বানাচ্ছে জিলিপি।
মিঠাই একা নয়, এবার তাঁর সঙ্গে হাত লাগিয়েছে সিদ্ধার্থও।
একঝলকে গিটার হাতে ধরা দিলেন সিড, বোঝাই যাচ্ছে রঙ খেলার পাশাপাশি চলছে গানও।
সিড মিঠাই শুধু নয়, রঙ খেলতে হাজির দাদু, ঠাম্মি, বড় পিপিও।
রঙ খেলার আগে চলল জমিয়ে ফটোশুট।
বাড়ির ছেলেরা যখন ফটোশুট করছে বাদ যাবে কেন প্রমিলা বাহিনী!
সিড মিঠাইয়ের মতোই রঙের উৎসবে মেতেছে বড়দি আর বড় জামাইবাবু।
রুদ্র আর নীপাও মেতেছে রঙের উৎসবে।