PHOTOS

Mithai: কথা বলা বারণ! নতুন চ্যালেঞ্জের মুখে মিঠাই

Advertisement
1/6
সেরা মিঠাই
সেরা মিঠাই

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ কয়েকমাস ধরে টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে মিঠাই। এই ধারাবাহিকে আসতে চলেছে নয়া মোড়। 

2/6
শাস্তির মুখে
শাস্তির মুখে

ধারাবাহিকের চিত্রনাট্যে এখন শাস্তির সম্মুখীন মিঠাই। 

3/6
মৌনব্রত
মৌনব্রত

যে মিঠাই কথা না বলে থাকতে পারেন না তাঁকেই মৌনব্রত থাকার শাস্তি দেওয়া হয়েছে। 

4/6
আকার ইঙ্গিতে
আকার ইঙ্গিতে

কথা বলা বারণ হলেও চুপ করে থাকার পাত্রী নন মিঠাই। আকার ইঙ্গিতেই কথা বলে চলেছে সে। 

5/6
মিঠাইয়ের পালা
মিঠাইয়ের পালা

মিঠাই একা নয়, তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে তোর্সাও। তবে সে তাঁর চ্যালেঞ্জ উতরে গেছে। এবার পালা মিঠাইয়ের। 

6/6
নয়া মোড়
নয়া মোড়

তবে এর পাশাপাশি মিঠাইয়ে আসছে নয়া মোড়। খুব শীঘ্রই ঘুরতে যেতে পারে গোটা মোদক পরিবার। 





Read More