PHOTOS

Mithun Chakraborty: 'পুলিসকে বলছি, নিরপেক্ষ থাকুন...', মোদীর সভা থেকে হুংকার মিঠুনের!

Narendra Modi Meeting at Durgapur: সভামঞ্চ থেকেই তৃণমূল সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন মিঠুন। বিজেপি নেতার কথায়, 'আমি ময়দানে নামতে চলেছি। আমরা মারধর করিনা মানে এটা নয় যে আমরা সেটা পারিনা।' পুলিসের উদ্দেশ্যে মিঠুনের মন্তব্য, 'বিজেপি হেরে যাওয়ার দল নয়। পুলিসকে বলছি, নিরপেক্ষ থাকুন।'

Advertisement
1/6
মিঠুনের বার্তা
মিঠুনের বার্তা

মৌমিতা চক্রবর্তী: নজরে ছাব্বিশ, এবার মিশন বাংলা। দেড় মাসের মধ্যেই ফের রাজ্য়ে নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন দুর্গাপুরে ছিল জোড়া জনসভা, প্রথমে প্রশাসনিক, তারপর রাজনৈতিক। 

 

2/6
মিঠুনের বার্তা
মিঠুনের বার্তা

আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মঞ্চ হয়ে উঠল দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম। এদিন সভায় বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। 

 

3/6
মিঠুনের বার্তা
মিঠুনের বার্তা

সভামঞ্চ থেকেই তৃণমূল সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন মিঠুন। বিজেপি নেতার কথায়, 'আমি ময়দানে নামতে চলেছি। আমরা মারধর করিনা মানে এটা নয় যে আমরা সেটা পারিনা।'

 

4/6
মিঠুনের বার্তা
মিঠুনের বার্তা

বাংলার পুলিসের উদ্দেশ্যে মিঠুনের মন্তব্য, 'বিজেপি হেরে যাওয়ার দল নয়। পুলিসকে বলছি, নিরপেক্ষ থাকুন।'

 

5/6
মিঠুনের বার্তা
মিঠুনের বার্তা

নেহরু স্টেডিয়ামে দাঁড়িয়ে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে মিঠুন বলেন, “আপনাদের সঙ্গে আমিও আছি। বুক চিতিয়ে লড়ব। এবার মুখোমুখি লড়াই হবে। সাহস থাকলে সামনে থেকে আক্রমণ করুন” 

 

6/6
মিঠুনের বার্তা
মিঠুনের বার্তা

এদিন মিঠুনের বক্তব্যে ছিল চ্যালেঞ্জের সুর— “ভয় পাবেন না, বিজেপি পাশে আছে। আপনারা জবাব দেওয়ার জন্য তৈরি হোন।”





Read More