PHOTOS

মরুশহরে শাহজাদের তান্ডব, রেকর্ড বুকে আফগান ক্রিকেটার

Advertisement
1/6
1
1

# সংযুক্ত আরহ আমিরশাহিতে দ্বিতীয় টি-টেন লেগের শুরুতেই বাইশ গজে ঝড় তুললেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ।

2/6
2
2

# রাজপুতসের হয়ে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২ বলে হাফসেঞ্চুরি কে টি-টেন ক্রিকেটে রেকর্ড গড়লেন শাহজাদ।

 

3/6
3
3

# মোট ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৬ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেললেন আফগান উইকেটকিপার ব্যাটসম্যান।

4/6
4
4

# সিন্ধিসের বিরুদ্ধে ১০ ওভারে ৯৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শাহজাদের ব্যাটিং তান্ডবে মাত্র ৪ ওভারেই ম্যাচ জিতে নেয় রাজপুতস।

5/6
5
5

# এক নজরে আফগান তারকার ইনিংস- ১, ৪, ৬, ৪, ৪, ৬, ১, ৬, ৬, ৪, ৬, ৪, ৪, ৬, ৬, ৬

6/6
6
6

# ম্যাচের সেরাও হয়েছেন মহম্মদ শাহজাদ।





Read More