PHOTOS

Monami Ghosh: ‘চটের শাড়ি-ব্লাউজ’ পরে ব্যাপক ট্রোলের মুখে মনামী

Advertisement
1/6
পাটের শাড়িতে...
পাটের শাড়িতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়েছে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি। এই সিজনেও বিচারকের আসনে দেখা গেল মনামী ঘোষকে।

 

2/6
পাটের শাড়িতে...
পাটের শাড়িতে...

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডান্স ডান্স জুনিয়রে তাঁর লুকের ছবি পোস্ট করেন মনামী। সেখানে দেখা যায় পাট থেকে তৈরি চট দিয়ে বানানো শাড়ি পরেছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ।

 

3/6
পাটের শাড়িতে...
পাটের শাড়িতে...

ছবি পোস্ট করে পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মনামী। তিনি লিখেছেন যে, পাটশিল্প হল বাঙালি লাইফস্টাইলের অনবদ্য অংশ। শিল্পীরা পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করেন।

 

4/6
ট্রোলড মনামী
ট্রোলড মনামী

মনামীর এই লুক যেমন পছন্দ করেছে নেটিজেনদের একাংশ, সেরকমই তাঁকে ব্যাপকভাবে ট্রোলও করেছে নেটিজেনদের এক বিশাল অংশ।

 

5/6
ট্রোলড মনামী
ট্রোলড মনামী

অনেকেই মনামীর ছবিতে কমেন্ট করেছেন, ‘বাংলার উর্ফি জাভেদ’। কেউ কেউ আবার তাঁকে ‘বস্তা পরেছেন’ বলেও কুমন্তব্য করেন।

 

6/6
পাটের শাড়িতে...
পাটের শাড়িতে...

প্রথম পোস্টে প্রায় ৫৭ হাজার নেটিজেন তাঁর ছবি লাইক করেছে। কমেন্টও করেছেন ৪০০-র বেশি মানুষ। এই প্রতিক্রিয়ার পর তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে আরও দুটো ছবি পোস্ট করেছেন মনামী।





Read More