PHOTOS

Moon Sighting For Eid 2025: কবে দেখা যাবে ঈদের চাঁদ? পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কবে? ক'টা রোজা রাখতে হচ্ছে?

Moon Sighting For Eid 2025: আরব ও ইসলামবিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনই জানিয়ে দিল জ্যোতির্বিদ্যার সংস্থা। ওইদিন আসলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে।

Advertisement
1/6
জ্যোতির্বিদ্যা কেন্দ্র
জ্যোতির্বিদ্যা কেন্দ্র

আগামী ২৯ মার্চ বিশ্বের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

2/6
সম্ভাবনা নেই
সম্ভাবনা নেই

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজানে) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 

3/6
সূর্যাস্তের আগেই চন্দ্রাস্ত
সূর্যাস্তের আগেই চন্দ্রাস্ত

কারণ ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে এবং চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। মধ্যপ্রাচ্যের এক সংবাদসংস্থার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে।

4/6
৩১ মার্চ ঈদ
৩১ মার্চ ঈদ

সংস্থাটি জানিয়েছে, আকাশের যে অবস্থা এখন দেখা যাচ্ছে, তাতে খালি চোখ বা টেলিস্কোপ-সহযোগে কোনোভাবেই ২৯ মার্চ চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ফলে এবার ৩০টি রোজা হবে এবং আগামী ৩১ মার্চ আরববিশ্বে ঈদ উদযাপিত হবে। 

5/6
বাংলাদেশে ১ এপ্রিল
বাংলাদেশে ১ এপ্রিল

আর সেক্ষেত্রে ৩১ মার্চের একদিন পরে, ১ এপ্রিল বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। 

6/6
দেখা যাবে না চাঁদ
দেখা যাবে না চাঁদ

দেখা যাবে না চাঁদআন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না। এমনকি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে কিংবা অ্যাস্ট্রোনমিক ইমেজিং প্রযুক্তিস-হ কোনও রকম পর্যবেক্ষণপদ্ধতি ব্যবহার করেই আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।





Read More