Moon Sighting For Eid 2025: আরব ও ইসলামবিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনই জানিয়ে দিল জ্যোতির্বিদ্যার সংস্থা। ওইদিন আসলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে।
আগামী ২৯ মার্চ বিশ্বের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
সংস্থাটি জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজানে) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
কারণ ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে এবং চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। মধ্যপ্রাচ্যের এক সংবাদসংস্থার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আকাশের যে অবস্থা এখন দেখা যাচ্ছে, তাতে খালি চোখ বা টেলিস্কোপ-সহযোগে কোনোভাবেই ২৯ মার্চ চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ফলে এবার ৩০টি রোজা হবে এবং আগামী ৩১ মার্চ আরববিশ্বে ঈদ উদযাপিত হবে।
আর সেক্ষেত্রে ৩১ মার্চের একদিন পরে, ১ এপ্রিল বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।
দেখা যাবে না চাঁদআন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না। এমনকি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে কিংবা অ্যাস্ট্রোনমিক ইমেজিং প্রযুক্তিস-হ কোনও রকম পর্যবেক্ষণপদ্ধতি ব্যবহার করেই আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।