করোনার হানা পুলিস বাহিনীতে। দেশের প্রায় ৬১ হাজার পুলিসকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। সব থেকে বেশি আক্রান্ত সিআরপিএফ জওয়ানরা।
গত সাত মাসের বেশি সময় ধরে ভারতসহ বিশ্বের প্রায় সব দেশ করোনা মহামারির বিরুদ্ধে লড়ছে। লকডাউনের শুরু থেকে কর্তব্যে অবিচল থেকে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন দেশের পুলিসকর্মীরা।
সরকারি হিসাব বলছে, দেশে পুলিসকর্মীর সংখ্যা তিন লক্ষ ৩৫ হাজার ৬৩২ জন। তাঁদের মধ্যে ৬১ হাজার ৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
২৫ হাজার ১৩ জন পুলিসকর্মী আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন। ৩৭৩ জন পুলিসকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
শুধুমাত্র মহারাষ্ট্রেই প্রায় ১৪ হাজার পুলিসকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলায় সাড়ে চার হাজার পুলিসকর্মী সংক্রমিত। এখনো পর্যন্ত ২০ জন পুলিসকর্মী মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।