Most Powerful Earthquake: জাপান একটা মেগা কোয়েকের আশঙ্কা করছে। যাতে ওলটপালট ঘটে যাবে অনেক কিছু। মায়ানমারের ভূমিকম্পের পরই নড়েচড়ে বসেছে অধিকাংশ দেশ। নিজেদের মাটিতে ভূমিকম্পের ভয়াবহতার আন্দাজ পেতে চাইছে তারা।
রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা হতে পারে প্রায় ৯!
ভয়ংকর এই ভূমিকম্পে সুনামিও হবে। ১০ থেকে ৩০ মিটারের মতো উঁচু জলের দেওয়াল ধেয়ে আসবে।
অন্ততপক্ষে তিন লক্ষ মানুষ মারা যাবেন এতে। জাপানের একটি প্যানেল জানিয়েছে প্রায় ২ লক্ষ ৯৮ হাজার মানুষ মারা যেতে পারে!
তবে সমস্ত মৃত্যুটাই সরাসরি ভূমিকম্পে নয়, সুনামিতেও ভয়ংকর মৃত্যু ঘটবে।
মৃত্য়ু থাকছে এর পরেও। ভূমিকম্পের আফটার-এফেক্টে মারা যেতে পারেন অন্তত ৫২ হাজার মানুষ।
সবচেয়ে আশ্চর্যের হল এবারে ব্যাংককের একটি বহুতলের ভেঙে পড়া! মায়ানমারের ৭.৭ মাত্রার ভূমিকম্প নড়িয়ে দিয়েছে অন্তত ১০০০ কিমি দূরের ব্যাংককের ৩০ তলার ওই ভবনটিকে। একে বলে লং-পিরিয়ড গ্রাউন্ড মোশন। এই দীর্ঘ কিন্তু ধীর লং-পিরিয়ড গ্রাউন্ড মোশনেও প্রচুর ক্ষয়ক্ষতি হবে।