PHOTOS

Most Powerful Earthquake: সবচেয়ে শক্তিশালী ভূকম্প! মাটির তলায় শহর-নগর, লক্ষ লক্ষ মৃত্যু, উত্তাল সমুদ্রে ভয়ংকরতম সুনামি...

Most Powerful Earthquake: জাপান একটা মেগা কোয়েকের আশঙ্কা করছে। যাতে ওলটপালট ঘটে যাবে অনেক কিছু। মায়ানমারের ভূমিকম্পের পরই নড়েচড়ে বসেছে অধিকাংশ দেশ। নিজেদের মাটিতে ভূমিকম্পের ভয়াবহতার আন্দাজ পেতে চাইছে তারা।

Advertisement
1/6
৯

রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা হতে পারে প্রায় ৯!  

2/6
১০ থেকে ৩০ মিটার
১০ থেকে ৩০ মিটার

ভয়ংকর এই ভূমিকম্পে সুনামিও হবে। ১০ থেকে ৩০ মিটারের মতো উঁচু জলের দেওয়াল ধেয়ে আসবে। 

3/6
২ লক্ষ ৯৮ হাজার
২ লক্ষ ৯৮ হাজার

অন্ততপক্ষে তিন লক্ষ মানুষ মারা যাবেন এতে। জাপানের একটি প্যানেল জানিয়েছে প্রায় ২ লক্ষ ৯৮ হাজার মানুষ মারা যেতে পারে!

4/6
মৃত্যু
মৃত্যু

তবে সমস্ত মৃত্যুটাই সরাসরি ভূমিকম্পে নয়, সুনামিতেও ভয়ংকর মৃত্যু ঘটবে।

5/6
৫২ হাজার
৫২ হাজার

মৃত্য়ু থাকছে এর পরেও। ভূমিকম্পের আফটার-এফেক্টে মারা যেতে পারেন অন্তত ৫২ হাজার মানুষ।

6/6
লং-পিরিয়ড গ্রাউন্ড মোশন
লং-পিরিয়ড গ্রাউন্ড মোশন

সবচেয়ে আশ্চর্যের হল এবারে ব্যাংককের একটি বহুতলের ভেঙে পড়া! মায়ানমারের ৭.৭ মাত্রার ভূমিকম্প নড়িয়ে দিয়েছে অন্তত ১০০০ কিমি দূরের ব্যাংককের ৩০ তলার ওই ভবনটিকে। একে বলে লং-পিরিয়ড গ্রাউন্ড মোশন। এই দীর্ঘ কিন্তু ধীর লং-পিরিয়ড গ্রাউন্ড মোশনেও প্রচুর ক্ষয়ক্ষতি হবে।





Read More