জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মর্মান্তিক! হৃদয় বিদারক! অদৃষ্টের লিখন! মেয়ের শেষকৃত্যে যোগ দিয়ে ফিরছিলেন মা। ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন মা-ও।
মায়ের সঙ্গেই ছিল বোন। হাসপাতালে মৃত্যু হল দুর্ঘটনায় গুরুতর জখম বোনেরও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে।
জানা গিয়েছে, একটি দ্রুতগতির KSRTC-র বাস ধাক্কা মারে একটি গাড়ি ও বাইককে। যার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ছিটকে পড়ে বাইকটিও।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫২ বছরের রাজাম্মা। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর মেয়ে শ্রুতির। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত রাজাম্মা ও তাঁর পরিবার তাঁদের মেয়ে আশার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফিরছিলেন। ১১ দিন আগে আত্মঘাতী হয় আশা।
১১ দিনের মাথায় মেয়ের শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান ছিল কুরুবানাকট্টে। আর সেদিন-ই মর্মান্তিক মৃত্যু মা ও বোনেরও।